আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম বৃটিশ বাংলাদেশী এমপি



""মে মাসের ৬ তারিখে ব্রিটেনে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে প্রথমবারের মত একজন বাংলাদেশী ব্রিটিশ, সংসদের নিম্নকক্ষ, হাউস অব কমন্স-এ, নির্বাচিত হবেন এর কারণ হচ্ছে, পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন এ্যান্ড বো আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা যে দলগুলির মধ্যে হবে, তারা সবাই বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীদের মনোনয়ন দিয়েছে কাজেই, একজন বাংলাদেশী নির্বাচিত হবেন, তা নিয়ে কোন সন্দেহ নেই.........." ## বিবিসির সৌ্জনৈ রুশনারা আলী প্রথম বাংলাদেশী এমপি.নিবাচিত হয়েছে...... ডেইলী স্টারের খবর, বৃটেনের প্রথম বাংলাদেশী এমপি রুশনারা আলী,,,,,,,,,,, আরও কিছুক্ষণ পর ডেইলী স্টারের পেজে গিয়ে চমক দেখলাম "একটু আগে দেখলাম যে লেখা প্রথম বাংলাদেশী এমপি " রুশনারা আলী "? এবার গিয়ে দেখলাম সেখানে বাংলাদেশী মুছে ‘বাঙ্গালী’ এমপি লেখা হয়েছে................... কেন বলা যেত না """প্রথম বাঙ্গালী বাংলাদেশী এমপি""............................. কি দরকার ছিল সেখানে বাংলাদেশী মুছে ‘বাঙ্গালী’ এমপি লেখা.......... সব জায়গাতেই প্রগতিশীলতা ফলাতে গিয়ে,,,, প্রথম আলো ও ডেইলী স্টার একটা দ্বন্দ্বের সুড়সুড়ির জন্ম দিয়েছে। আমরা আশা করব,এই ধরনে অযাচিত বিষয় থেকে বের হয়ে আসবে প্রথম আলো ও ডেইলী স্টার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.