আমাদের কথা খুঁজে নিন

   

আজি এই জন্মদিনে দূরত্বের অনুভব অন্তরে নিবিড় হয়ে এল....

www.choturmatrik.com/blogs/আকাশ-অম্বর
সেদিন আমার জন্মদিন । প্রভাতের প্রণাম লইয়া উদয়দিগন্ত-পানে মেলিলাম আঁখি , দেখিলাম সদ্যস্নাত উষা আঁকি দিল আলোকচন্দনলেখা হিমাদ্রির হিমশুভ্র পেলব ললাটে। যে মহাদূরত্ব আছে নিখিল বিশ্বের মর্মস্থানে তারি আজ দেখিনু প্রতিমা গিরীন্দ্রের সিংহাসন- ' পরে । পরম গাম্ভীর্যে যুগে যুগে ছায়াঘন অজানারে করিছে পালন পথহীন মহারণ্য-মাঝে , অভ্রভেদী সুদূরকে রেখেছে বেষ্টিয়া দুর্ভেদ্য দুর্গমতলে উদয়-অস্তের চক্রপথে। আজি এই জন্মদিনে দূরত্বের অনুভব অন্তরে নিবিড় হয়ে এল ।

যেমন সুদূর ওই নক্ষত্রের পথ নীহারিকা-জ্যোতির্বাষ্প-মাঝে রহস্যে আবৃত, আমার দূরত্ব আমি দেখিলাম তেমনি দুর্গমে — অলক্ষ্য পথের যাত্রী , অজানা তাহার পরিণাম । আজি এই জন্মদিনে দূরের পথিক সেই তাহারি শুনিনু পদক্ষেপ নির্জন সমুদ্রতীর হতে । বহু জন্মদিনে গাঁথা আমার জীবনে দেখিলাম আপনারে বিচিত্র রূপের সমাবেশে । একদা নূতন বর্ষ অতলান্ত সমুদ্রের বুকে মোরে এনেছিল বহি তরঙ্গের বিপুল প্রলাপে দিক হতে যেথা দিগন্তরে শূন্য নীলিমার ‘পরে শূন্য নীলিমায় তটকে করিছে অস্বীকার । সেদিন দেখিনু ছবি অবিচিত্র ধরণীর — সৃষ্টির প্রথম রেখাপাতে জলমগ্ন ভবিষ্যৎ যবে প্রতিদিন সূর্যোদয়-পানে আপনার খুঁজিছে সন্ধান ।

প্রাণের রহস্য-ঢাকা তরঙ্গের যবনিকা- ' পরে চেয়ে চেয়ে ভাবিলাম , এখনো হয় নি খোলা আমার জীবন-আবরণ — সম্পূর্ণ যে আমি রয়েছে গোপনে অগোচর । নব নব জন্মদিনে যে রেখা পড়িছে আঁকা শিল্পীর তুলির টানে টানে ফোটে নি তাহার মাঝে ছবির চরম পরিচয় । শুধু করি অনুভব , চারি দিকে অব্যক্তের বিরাট প্লাবন বেষ্টন করিয়া আছে দিবসরাত্রিরে । ২৫শে বৈশাখ, ১৪১৭
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।