আমাদের কথা খুঁজে নিন

   

“ উবুন্টুতে সাহায্য চাই ”

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। মনে হয় না এর থেকে বেশী কিছু চাওয়ার আছে।

অনেকদিন ধরেই আমি লিনাক্স ব্যবহার করতে চাইছিলাম। কিন্তু আগে লিনাক্সকে অনেক ঝামেলা মনে হতো। তাই বেশ কয়েকবার লিনাক্স ইনস্টল করেও তা ফেলে দিতে হয়েছিলো।

এখন উইন্ডোজ ব্যবহার করলেও, আমি পাইরেটেড সফটওয়ার ব্যবহারের বিপক্ষে। বেশ কয়েকদিন আগে বেশ কয়েকটি ফিচার পড়ে আমি উবুন্টু ব্যবহার করার জন্য আগ্রহী হয়েছিলাম এবং উবুন্টু এর আগের ভার্সনটা ইনস্টলও করেছিলাম। কিন্তু বেশ কয়েকটি ঝামেলায় পড়ার কারণে আমাকে আবার উইন্ডোজ এ ফিরে যেতে হয়। কয়েকদিন আগে উবুন্টু এর নতুন ভার্সন রিলিজ হয়। বিভিন্ন জার্নাল এবং ব্লগার বন্ধুদের অনেক ব্লগ পড়ে আমার মনে হলো এখন সময় হয়েছে উবুন্টুতে যাবার।

কিন্তু আমি জানি উবুন্টু ইনস্টল করার পরও আমি কিছু নির্দিষ্ট ঝামেলার মধ্যে পড়বো। কিন্তু এগুলোর সমাধান পেলে আমি কিন্তু আরামেই উবুন্টু ব্যবহার করতে পারি। তাই এবার কোন রিস্ক নিতে চাচ্ছি না। সব সমস্যার সমাধান জেনে এবং সম্পূর্ণ বুঝেই এবার উবুন্টু ব্যবহার করবো। নিচে আমি আমার কিছু নির্দিষ্ট সমস্যা দিলাম।

১. আমি কিভাবে বাংলা ফন্ট ইনস্টল করবো ? আমি কি ‘অভ্র’ চালাতে পারবো ? উবুন্টুতে বাংলা টাইপ করার জন্য আমাকে কি কি করতে হবে ? ২. এই সমস্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ব্যবহার করি। উবুন্টুতে কিভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন সেটআপ দিব ? আমি আগেরবার অনেক চেষ্টা করেও সেটআপ করতে পারিনি। ৩. উবুন্টুর জন্য সফটওয়ার আমি কোথায় পাবো এবং কিভাবে তা ইনস্টল করবো ও আনইনস্টল করবো ? ৪. উবুন্টুতে কোডেকসহ ভিডিও এবং অডিও ফাইল চালাতে হলে কি কি করতে হবে ? ৫. নিচের বর্ণিত কিছু কাজের জন্য উবুন্টুতে কি কি সফটওয়ার লাগবে ?................. # আমরা উইন্ডোজ এ ব্রাউজিং এর জন্য জাভা ইনস্টলার, এডবি ফ্ল্যাশ প্লেয়ার, প্লাগইন এবং একটিভ অ্যাক্স ইনস্টল করে নিই। এক্ষেত্রে উবুন্টুতে আমাকে কি কি করতে হবে ? # কম্পিউটার এর জাংক ফাইল ডিলিট।

# মুভি এবং ডিভিডি দেখার জন্য। (কোডেকসহ) # মুভি কনভার্ট করার জন্য। # গান শোনার জন্য। # গান কনভার্ট করার জন্য। # ফাইল ডাউনলোড করার জন্য।

# টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য। # ফটো দেখার জন্য। # ফটো কনভার্ট করার জন্য। # জীপ ফাইল খোলার জন্য ও করার জন্য। # পিডিএফ ফাইল পড়ার জন্য।

# ইয়াহু এবং লাইভে চ্যাট করার জন্য। ৬. নিচের বর্ণিত সফটওয়ার এর বিপরীতে উবুন্টুতে কি কি সফটওয়ার আছে ? ......... # এডবি ফটোশপ এবং ইলাস্ট্র্যাটর। # গুগল ক্রোম। # গোম প্লেয়ার এবং মিডিয়া প্লেয়ার ক্লাসিক। # পাওয়ার ডিভিডি প্লেয়ার।

# উইন্যাম্প। আশা করি যেসব ব্লগার বন্ধুরা উবুন্টু ব্যবহার করছেন এবং এই সমস্যাগুলোর সমাধান জানেন, তারা সাহায্য করবেন। ভালো থাকবেন। আপনার সমাধানের আশায় রইলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।