আমাদের কথা খুঁজে নিন

   

বেল পাকিলে তাতে কাকের কি?

http://www.facebook.com/Kobitar.Khata
পত্রপত্রিকা গুলোর লাফালাফি দেখে বড়ই বিরক্ত বোধ করি। ব্রিটেনে প্রথম বাঙালি এমপি হলেন রুশনারা। এই নিয়ে এতো লাফালাফির কি আছে বুঝলাম না। সে কি নিজেকে বাঙ্গালী বলে স্বীকার করে? বাংলাদেশের মানুষের জন্য কি তার মন কাঁদে? তার হৃদয়ে কি বাংলাদেশের কোন স্থান আছে? তার চেহারা সুরতে তো বাঙ্গালীর কিছু নাই। সে বাংলায় কথা বলে কিনা তাও সন্দেহ আছে।

পত্রিকাগুলো আদিখ্যেতা দেখে আর বাঁচি না। আনোয়ার চৌধুরী যখন ব্রিটেনের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে এসেছিল তখন সফিক রেহমানের ''লাল গোলাপ'' টিভি শোতে নিয়ে এসেছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে নিজেকে কি মনে করে, বাঙ্গালী না ব্রিটিশ। সে গর্ব ভরে হাসি মুখে বলেছিল ''আমি মনে প্রাণে একজন ব্রিটিশ। '' অথচ আমরা মনে প্রাণে একজন ব্রিটিশকে নিয়ে সেকি উথলা হয়ে উঠেছি। যারা সুখ সাচ্ছন্দ্যের আশায় এই দেশটিকে পদদলিত করে এই দেশ থেকে চলে গিয়েছিল তাদের নিয়ে মাতামাতি করে যারা তাদের লজ্জা হওয়া উচিৎ বলে আমি মনে করি।

তারা ব্রিটেনের প্রধানমন্ত্রী হলে আমাদের কি?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।