আমাদের কথা খুঁজে নিন

   

রবি ঠাকুর আর আমি

অধিক কথা নাস্তি!

ঘটনা বেশি সুবিধার না! সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়েছিনু, ওমা স্বপ্নে দেখি রবিদা হাজির, উনি আমার সাথে একসাথে ডিনার করিতে চাহিলেন। আমি সানন্দের সাথে রাজি হইয়া তাহাকে জানাইলাম, গুরুদেব আমি রাজি, তবে বিলখানা আপনাকেই প্রদান করিতে হইবে। তো তিনিও রাজি হইয়া গেলেন। তারপরের কাহিনী বড় করুন, হৃদয়বিদারক! কেএফসির মুর্গি গুরুদেবের হজম না হওয়ায় সেই যে কেএফসির টাট্টিঘরে ঢুকিলেন, তার কারণে কেএফসির টাট্টিঘরের সামনে লম্বা সারি পড়িয়া গেল.....তখন আমি নিজেই দুই লাইন স্মরণ করিলাম নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।