আমাদের কথা খুঁজে নিন

   

শান্তির স্বপ্ন

থাকে শুধু অন্ধকার, দুর্গম পারাবার, মৃত্যুর প্রেম...

অনেক তো জানলাম জীবন নিয়ে অনেক বিঞ্জান,গল্প আর উপন্যাসে কত কবিতার চরণে ভর করে, সেকেণ্ড হ্যাণ্ড অভিঞ্জতা, কিন্তু তবু অভিঞ্জতা। মনে হয় জীবনে যাই হোক সয়ে যেতে পারব প্রেম, বিচ্ছেদ সব, সবকিছু.... এতে কোন চিরস্থায়ী শান্তি নেই । আমি আমার কাছের মানুষদের জন্য সর্বদাই কষ্টের ঊর্মিবাহী সমুদ্র। মৃত্যুও কি এমন হবে? এর জবাব আমি পাইনি কোথাও। মনে হয়, অচেনা ট্রেনে চলে যাই অনেক দূর যেখানে চোখ জুড়ানো সবজের পাশে টলটলে কাকচক্ষু জলে নাচবে আমার ছায়া, মেঘেদের দৌড় দেখতে পারব বাতাসের শব্দের সাথে, তারপর যাবো মহাযাত্রায় , আর কোন মানুষকে বিরক্ত না করে। । মৃত্যুর পরও কয়েক ঘণ্টা কাওকে ঝামেলায় ফেলে দেব.. ভাবতে মোটেও ভাল লাগছেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।