আমাদের কথা খুঁজে নিন

   

পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শানি্ত প্রতিষ্ঠার জন্য যে চুক্তি করা হয়েছিলো তার সঠিক বাস্তবায়ন হয়নি। ‘পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।'
 
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পার্বত্য গণপরিষদ এবং মাসিক দেশ জগত আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র ও আদিবাসী স্বীকৃতি আদায়ের অন্তরালে রহস্য কী?' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
 
মাহবুবুর রহমান বলেন, ‘পার্বত্য অঞ্চল অশান্ত। সব দিক বিবেচনা করে শানি্ত চুক্তি হলে এ সমস্যার মুখোমুখি হতে হতো না। শানি্ত চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি বলেই এ সমস্য।'
 
পার্বত্য গণপরিষদের সভাপতি জালাল উদ্দীন আহাম্মদ চেৌধুরী আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদষ্টো মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চেৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ বক্তব্য রাখেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.