আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ মানবীর লাল টিপ...

প্রিয় মাধবীলতা...

ঐ দূর আকাশে আমার নয়ন জোড়া সেদিন শুধু তোমায় দেখিতেছিল খোলা চুলে তুমি দাঁড়িয়ে ছিলে নীল আসমানের জমিনে পরনে তোমার লাল শাড়ি, কপালে ছিল লাল টিপ আর হাতে লাল চুড়ি নাকে নোলক, কানে দোলক আর পায়ে নুপূর সব কিছুই ছিল তোমার অঙ্গ জুড়িয়া মনে হইতেছিল, তুমি যেন আমার স্বপ্নে পাওয়া রাজকন্যা ভূ-জমিনে এখনি নামিয়া আসিবে বলিতে থাকিবে, “ও রাজকুমার চাহিয়া চাহিয়া কি দেখিতেছ, আমাকে গ্রহণ করিবে না” হয়ত আমি তখন কিছুই শুনিতে পারিব না শুধু চাহিয়া থাকিব তোমারি পানে... ©ফয়সাল বিন হাফিজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।