আমাদের কথা খুঁজে নিন

   

এটা একটা মানবিক পোস্ট, রাজনৈতিক না



আমরা কি এখনও মানুষ আছি? সকালে ঘুম ভেঙ্গেই সবার প্রথম যে ছবিটা চোখে পড়ল সেটা হচ্ছে এক ছাত্র(?) প্রমান সাইজের দা উচিয়ে আরেক ছাত্রের গায়ে কোপ বসাচ্ছে। কত সহজ়ে বলে ফেললাম! আসলেই কি ব্যাপারটা এত সহজ? আমরা এত সহজ করে এখন বলতে পারি কিভাবে? আমরা কি আসলেই এখনও মানুষ আছি? নিজেকে কখনও ওই ছেলেটার জায়গায় বসিয়ে দেখেছেন যে কোপ খাচ্ছে? অথবা সেই ছেলেটা, যে হাতে দা ধরে আছে? আমার শির দাড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় শুধু। এরাই কারও ভাই, কারও সন্তান। আপনারা কি আপনাদের ভাই, আপনাদের আদরের ছেলেকে দেখছেন? আপনারা কি একটুও দায়িত্ব অনুভব করেন না? সরকারের কাছে আর কি বলব? যে ছেলের পরিবার নিজেদের ছেলের প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে নাই, সরকার তার কি করবে? আমরা জাতি হিসাবে এখন কত নিচে পৌছেছি! এটা কি শুধু রাজনৈতিক দলের দোষ? আপনাদের কি মনে হয় না পারিবারিকভাবে আমরা আমাদের সন্তানদের প্রয়োজনিয় শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি? রাস্তার পাশে ছিন্নমূল ছেলেগুলো যখন সন্ত্রাসী হয়, তখন আমরা বলি যে ওরা প্রয়োজনিয় শিক্ষা পায় নাই, কিন্তু যখন শিক্ষিত এইসব তরুনেরা এরকম পাশবিক চরিত্রের বহিঃপ্রকাশ করে, তখন আমরা কাদের দোষ দিব? শুধুই কি রাজনৈতিক নেতাদের দোষ? আপনাকে কারি কারি টাকা দিলে আপনি কি পারবেন এভাবে আরেক জনের উপর পশুর মত দা নিয়ে ঝাপিয়ে পরতে? পশুর সাথে তুলনা করে আবার পশু জাতির অপমান করলাম মনে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।