আমাদের কথা খুঁজে নিন

   

কতদিন দেখি নাই তোমায় !

কবিতা মনের কথা বলে।

স্মৃ্তির মন্থরে আছো তুমি সুপ্ত সুষমা ছড়ায়ে,স্যাত্‌স্যাতে মৃত্তিকার মত আমার সমগ্র হৃদয় জুড়ে। মম চিত্তে, তব নৃত্যে চঞ্চল ব্যকুল উদাসী পাখির ডানা ঝাপটা পালকের ন্যায়। কতদিন দেখি নাই তোমায়!দু নয়ন যুগল মেলিয়া- স্বপ্নে ভেজা বৃষ্টি স্নাত হরিনীর মত। যামিনী গভীরে পশিয়া,চাতক চন্দ্রিমায়- আপনার অজান্তে,হৃদয়ের দূকুল ঝাপিয়া। অভিসারে অপেক্ষায় দিগন্তের অলক্ষ্যে হেরিয়া, অনুভবে শ্রাবন ঝরা নিশি প্রান্তে , ঊষার গগন হেরিয়া রক্ত করবীর সন্ধ্যানে। কত দিন হেরি নাই তব মুখ খানি দৃষ্টি নন্দন চক্ষু মেলিয়া,তব স্বহাস্য অবয়বে। কানন কুন্জে ফুটে মুকুল,অরন্য মাতোয়ারা গিড়ি শৃংগে বাহিত নির্ঝরিনী চলে কল্লোলে জীবকুলে ফিরে আসে নব প্রান সন্চার প্রকৃতির তারুন্যের উন্মদনায়। আমি খুঁজে খুঁজে হয়রান তোমার স্বপ্ন অনুরাগে প্রত্যাশার জাল বুনে,তোমার বিরহ রাগে যুগল মিলন পানে চাহিয়া। কত দিন দেখি নাই তব মুখ চাহিয়া !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।