আমাদের কথা খুঁজে নিন

   

"নিদারুন ব্যর্থ প্রয়াস"

আহমাদ ইউসুফ

নয়নে নয়ন দেখতে না পারে নিষ্ফল চেষ্টা ব্যর্থ অভিমানে পৃথিবী শুদ্ধ জানে তুমি আমি কোন নয়নে নয়নের কাছে নয়নের বাস তবু কি নিদারুন ব্যর্থ প্রয়াস দেখিতে পারিনা দীঘল কালো ডাগর হরিনী চোখের বেশবাস। সভ্যতার উৎকর্ষতা আর কিঞ্চিৎ শিক্ষার প্রসার ধরাকে সরা জ্ঞান চিনতে চাইনা তুমি আমি কে বা কাহার। সীমাহীন ক্ষুদ্রতা নাজুক দেহলতা এই সার মানুষের আকার তবু কি এক অদৃশ্য চেতনা মানুষ ঠিক নিজেকেও চিনে না। নয়নে নয়নে ভেদাভেদ আছে এক নয়ন ভালোবাসে অন্য নয়নে সে (অন্য নয়ন) তখন সুখ খোজে অন্য ভুবনে নয়নের ভেদ তো মানুষ বোঝে নারে। এইতো জগতের রীতি নয়নে নয়নে হয় না প্রেম-প্রীতি। ভালবাসা নেই কোথাও, সর্বত্র ধূসর নীতিহীন পৃথিবী----আহমাদ ইউসুফ, ঢাকা ১৭৩৪ ঘঃ ২৫ আগষ্ট ২০১৩ ইং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.