আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন সোহান



সোহান নামটা যখন প্রথম শুনি, তখনই অনেক স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম। সোহান নামের সাথে জড়িয়ে আছে ছোটবেলার খুব সুখের একটা স্মৃতি। তারপর একটা আড্ডায় পরিচয় হল রাজসোহানের সাথে। অবাক ব্যাপার চেহারায়, হাসিতে, কথা বলায় আমার সেই ছোট্টবেলার হারিয়ে যাওয়া ভাইটির সাথে ওর কত যে মিল! প্রথমদিন পুচকিটা দূরে দূরে ছিল। ওর নাকি লজ্জা লাগছিল।

কিন্তু তারপর থেকে ব্লগে ওর সাথেই আমার সবচেয়ে বেশি যোগাযোগ হয়েছে। কোন কারণে একবেলা যদি আমি অনলাইনে না থাকি তাহলেই ও অস্থির হয়ে উঠে। মেইল করে "আপুউউউউউউউউ, তুমি কোথায়?" একটু কিছু গড়বড় হলেই অস্থির হয়ে ফোন করবে, "আপুনিইইইই, আপুউউ, মনিইইই......................." যত সমস্যা, তার যত সমাধান, আর পরামর্শ, রাগ, আনন্দ, মন খারাপ.......আপুকে ছাড়া চলেই না। প্রেমে পড়েছে কিনা এটাও আপুকেই টের পেয়ে দিতে হয়। কেমন করে যে এত আদর কেড়ে নিয়েছে বান্দরটা! আর আমারও যেন কিছু সমস্যা হলেই ছুটে যাওয়া লাগে।

মেইল করে, ফোন করে অস্থির করে ফেলি। 'এটা কিভাবে করবো? ওটার কি হবে?' আমার আদরের ভাইটা। আমার ছোটভাইটার আজ জন্মদিন। শুভ জন্মদিন সোহান। আরো এক বছর বয়স বাড়ল? ওকে তো আমার সবসময় পুচকাই মনে হয়।

ইদানিং অবশ্য দেখি কেমন বড় বড় ভাব করছে। কিছু হলেই হম্বিতম্বি শুরু করে দেয়, 'হুমম আমি বড় হইছি না?' ইস, কত না বড়। হল তো মোটে জন্মদিনে রঙ-বেরঙের সব বেলুন তোমার জন্য আর সাথে মজাদার কেক। অনেক অনেক বড় হও। এমনিভাবেই সবার ভালবাসায় সিক্ত হও সবসময়।

আর বিলিয়ে যাও তোমার ভালবাসা। লিখে যাও এইভাবেই। জানি অনেক দূর যাবে তুমি একদিন। তোমার লেখা দিয়ে, তোমার কাজ দিয়ে, ভালবাসা দিয়ে। আমার ছোট্ট ভাইটা অবশ্য এখনই 'পুত্তুম পিলাচ' দিয়ে দিয়ে অনেক অনেক জনপ্রিয়।

আর একজন 'তারকা ব্লগারও' 'পুত্তুম পিলাচ' এর জন্মদিনে 'পুত্তুম শুভেচ্ছা' ভাল থেকো অনেক অনেক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।