আমাদের কথা খুঁজে নিন

   

আজও যখন বৃষ্টি নামে



Click This Link অবাক লাগে পড়ি যখন সেসব দিনের কথা, বুকের মাঝে বাজে আমার দুঃখদিনের ব্যাথা। মনে পড়ে সেই বরষায় ফিরতেছিলাম পথে, মুঠোফোনের মুঠোর ভেতর তুই যে ছিলি সাথে। বললি যখন, জানিস নিশি ছাঁদ হয়েছে ফুটো অফিসঘরে ভিজিস জেনে হেসেই আমি কুটো। মেঘলা মেদুর সেই দিনেতে লিখেছিলাম চিঠি ছন্দ দিয়ে গড়েছিলাম কাব্য সে এক মিঠি। অবহেলার সব অভিমান ভুলিয়ে ভালোবাসায় ভাঙাগড়ার তাসের সে ঘর বেঁধেছি ফের আশায়। ঝিম ধরানো বৃষ্টি বেলা- এখন কত আসে অলস মেঘের ভেলায় তখন মনটা কি তোর ভাসে? আজও কি তুই অবুঝ হয়ে সবুজ ঘাসের শীষে খুঁজিস সেসব দিনের স্মৃতি আকাশ অনিমিষে? আজও কি তুই ব্যাস্ত রাখিস নিজে কাজের ছলে, উদাসী মন তখন কি তোর আমার কথা বলে? পাল্টে কি তুই দেখিস খাতা? সেই যে ছিলো ভাবনা পাতা অচিন আপন পর হয়েছি অনেক দূরের দেশে। ভয় গুলো সব দূর বহূ আজ, অযুহাতের নেই কোনো কাজ লুকিয়ে গিয়ে হারিয়ে গেছি ঝড়ের পরের শেষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।