আমাদের কথা খুঁজে নিন

   

ভেনিস বিয়েনাল: বাংলাদেশ প্যাভিলিয়ন উৎসর্গ হবে সুলতানের নামে

এই আয়োজনে এবার প্রদর্শিত হবে বাংলাদেশের চিত্রশিল্পী মোখলেছুর রহমান, মাহবুব জামাল, এ কে এম জাহিদুল মুস্তাফা, অশোক কর্মকার, লায়লা রুখ সেলিম, উত্তম কুমার কর্মকার, ঢালী আল মামুন ও ইয়াসমিন জাহান নূপুরের কাজ। এছাড়া শিল্প সমালোচক হিসাবে অংশ নেবেন শিল্পীরূপের সম্পাদক নীলিমা আফরিন।
সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বুধবার তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ১ জুলাই ইতালির ভেনিসে শুরু হবে ৫৫তম এই দ্বিবার্ষিক প্রদর্শণী, যা শিল্পকলার অঙ্গনে বিশ্বের অন্যতম বড় আয়োজন।
১৯৮৫ সাল থেকে প্রতি দুই বছর পরপর ভেনিসে ছয় মাসব্যাপী এই প্রদর্শনীর আয়োজন হয়ে আসছে। যার অংশ হিসাবে আয়োজিত হয়ে আসছে ভেনিস চলচ্চিত্র উৎসব ও ভেনিস বিয়েনাল অব আর্কিটেকচার।

  এ আয়োজনে বাংলাদেশ প্রথবারের মত অংশ নেয় ২০১১ সালে।
এবারের আয়োজনে ৮৮টি দেশের জাতীয় প্যাভিলিয়ন থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এই বিয়েনালে দেশের আট জন শিল্পীর অংশগ্রহণ অত্যন্ত গৌরবের বিষয়। ”
বিয়েনালে বাংলাদেশ প্যাভিলিয়নের কমিশনার ও কিউরেটর হিসাবে অধ্যাপক ফ্রান্সিসকো ইলিসিকে নিয়োগ দেয়া হয়েছে। তার সঙ্গে কিউরেটর হিসাবে থাকবেন ফাবিয়ো আনসেলমিও।
আগামী ২৫ মে শিল্পীরা বাংলাদেশ প্যাভিলিয়নে তাদের শিল্পকর্ম উপস্থাপনের কাজ শুরু করবেন।

১ জুন উদ্বোধন হবে ভেনিস বিয়েনাল, যা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত শিল্পানুরাগী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
অন্যদের মধ্যে সংস্কৃতি সচিব রণজিত কুমার বিশ্বাস, প্রধান তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.