আমাদের কথা খুঁজে নিন

   

লাল শ্রমিকের রক্ত!(ছড়া--৮)



পলাশ লাল শিমুল লাল লাল শ্রমিকের রক্ত, রক্ত কোখায়, লাল কোখায় গোলাপের কাঁটা শক্ত। শ্রমিকের ঘাম সস্তা দাম পথের ধুলোয় লাশ, রাজ অট্টালিকা গড়ে তারা গাছের তলায় বাস। গাড়ীর চাকা কলের চাকা ঘোরে শক্ত হাতে, তোমরা সবাই সুখে থাকো তাদের বরাতে। গোলাপ কাঁটা শক্ত কাঁটা শক্ত পেশি টানটান, পুঁজির গদি টলাতে তারা শক্ত করে দেবে টান। সেদিন কিন্তু নয়তো দুরে দেয়ালে পীঠ; দাড়াবে ঘুরে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।