আমাদের কথা খুঁজে নিন

   

বড় বিলাইয়ের জঙ্গল (তৃতীয় কিস্তি)


প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি আজকের পর্ব জঙ্গলের কিছু বাসিন্দাদের নিয়ে। তবে উপরের ছবিটা নেট থেকে পাওয়া, সেটাও আরেকবার বলেই রাখলাম। ১. শুরুতেই এক জোড়া মৌমাছি, যাদের প্রিয় কাজ হল আমার চার্জার লাইটের চারপাশে চক্কর মারা। একবার তো একটা মৌমাছি চার্জার লাইটের চারপাশে চাক বানানোর ধান্দা করছিল। লালা দিয়ে লাইটের চারপাশর কাভারে ঘুরে ঘুরে ডিজাইন করেছিল।

পরে মোমবাতি জ্বালানোর পর মোমবাতির চারপাশে এত বেশি উড়াউড়ি শুরু করে দিল যে মোমবাতিই গেল নিভে। ২. আরেকটা মৌমাছি, জানালায় বসে আছে। (আমার সিল্যুয়েট নেয়ার অপচেষ্টা) ৩. এবার একটা পোকা যার খোলস এত শক্ত যে উড়তে উড়তে দরজা বা দেয়ালে বাড়ি খেলে মনে হয় যেন কাঠের উপর লোহার বাড়ি লাগল। নাম জানি না, তবে আমি বলি, গুবরে পোকার ছোট ভাই। ৪. প্রতিদিন আমার চপ্পলের শিকার হওয়া আরও অনেক ভাই-বেরাদরের মত জঙ্গলের আরেক সদস্য।

যার গায়ে চপ্পলের ছাপ এখনও লেগে আছে। ৫. এটা এক সুন্দরী সদস্য। যার সঙ্গী বেশি উড়াউড়ি করতে গিয়ে মোমবাতির আগুনে আত্মাহুতি দিয়েছে। ৬. একটা বড় ঘাসফড়িং। নিরীহ কিন্তু দেখলে কেন যেন অস্বস্তি লাগে।

৭. সবুজ বাংলার আরেক সদস্য এই সবুজ পোকা, নাম জানি না। আমার মশারিটাই কেন যেন তার বেশী পছন্দ। ৮. এক মুরগী তার বাচ্চাদের নিয়ে অ্যাডভেঞ্চারে বের হয়েছে। ৯. এরাও জঙ্গলে চড়ে বেড়ায়। যদিও এদের এখানে প্রবেশাধিকার নেই।

আজকে এখানেই শেষ। পরবর্তীতে আরও আসবে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।