আমাদের কথা খুঁজে নিন

   

‘তৃতীয় পক্ষ’ কারা এ তৃতীয় পক্ষ ?



‘তৃতীয় পক্ষ’ কারা এ তৃতীয় পক্ষ ? জাতী জানতে চায় এ তৃতীয় পক্ষ কি ? খায় না মাথায় দেয়, কি তার বর্ণ, কি‘ই বা তার ধর্ম ? বিগত সকল সরকারের আমল থেকেই শুনে আসছি ‘তৃতীয় পক্ষ’ শব্দটি। এ শব্দটি পোশাক শিল্পের সাথেই বেশী জড়িত । এবং প্রত্যেক সরকারই এ তৃতীয় পক্ষ সম্বন্ধে খুব ভাল ভাবেই জানে, বলে দাবি করেন। কিন্তূ কোন সরকারকে দেখিনি এ তৃতীয় পক্ষ‘র বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিতে । জাতী জানতে চায় এ তৃতীয় পক্ষ কি ? খায় না মাথায় দেয়, কি তার বর্ণ, কিই বা তার ধর্ম ? "হঠাৎ হঠাৎ আন্দোলন দেখি, ভাংচুর দেখি।

এতে শ্রমিকরা কতটুকু লাভবান হচ্ছে জানি না। মালিকদের লোকসান তো হচ্ছেই। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দেশের। কারণ রপ্তানিমুখী এ খাত থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। পোশাক শিল্পে অস্থিরতায় তৃতীয় পক্ষের জড়িত থাকার তথ্য প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার মে দিবসের সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, "গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে, শ্রমিক সংগঠন এবং যে সব জায়গায় হামলার ঘটনা ঘটেছে, সে সব জায়গার স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে আমি জানতে পেরেছি- তৃতীয় পক্ষ এ রকম ঘটনা ঘটাচ্ছে। "যারা জড়িত তাদের কিছু কিছু নাম আমি পেয়েছি, তাদের কর্মকাণ্ডের খতিয়ানও পেয়েছি। তারা দেশে কী করছে, বিদেশে ঘন ঘন কোথায় যাচ্ছে- তার ওপর নজর রাখা হচ্ছে। " তবে এ তৃতীয় পক্ষ কারা, তা জানাননি প্রধানমন্ত্রী। সূত্রঃ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।