আমাদের কথা খুঁজে নিন

   

সালাত আদায় করার সময় কি করা উচিত/অনুচিত

চলার পথ অনেক, সত্য পথ একটাই

"বিসমিল্লাহির রাহমানির রাহীম" রাসূলুল্লাহ (সাঃ) তাঁর উম্মাতদেরকে সালাত আদায় করার সময় এদিক ওদিক না তাকিয়ে সাজদাহর জায়গায় দৃষ্টি নিবদ্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। কারণ ঐরূপ কাজ ধ্বংস বয়ে নিয়ে আসে। বান্দা যখন সালাত আদায় করতে থাকে আল্লাহ তখন তার দিকে মনোনিবেশ করেন। কিন্তু মুসাল্লী যখন এদিক ওদিক তাকায় আল্লাহ তখন তাঁর মনযোগ অন্য দিকে সরিয়ে নেন। (আবূ দাউদ, নাসাঈ) অন্যত্র বলা হয়েছে, বান্দা যদি সালাত আদায় করা অবস্থায় আকাশের দিকে তাকায় তাহলে তাঁর দৃষ্টিশক্তি কেড়ে নেয়া হতে পারে।

(বুখারী ও মুসলিম) আল্লাহর রাসূল (সাঃ) সালাতে কথা বলতে নিষেধ করেছেন। (বুখারী, মুসলিম) তিনি নিজেও কখনও ডানে/বামে ঘাড় ফিরাতেন না কিংবা আড়চোখে চেয়ে দেখতেন না (তিরমিযী, নাসাঈ)। রাসূল (সাঃ) বলেছেনঃ কেহ যখন সালাত আদায় করে তখন যেন সে আল্লাহর কাছে মুনাজাত করছে। তাই সে যেন সামনে কিংবা ডানে থুথু না ফেলে। বিশেষ প্রয়োজন হলে, বাম দিকে পায়ের নীচে থুথু ফেলবে এবং সালাম ফিরানোর পর তা মুছে ফেলবে।

(বুখারী, মুসলিম) (তখনকার দিনে মাঠে ময়দানে সালাত আদায় করা হত বলে সম্ভব ছিল। কিন্তু বর্তমানে পাকা মাসজিদে থুথু না ফেলাই উত্তম) সালাত আদায় করা অবস্থায় কেহ যেন সম্মুখের কাঁকর, ময়লা ইত্যাদি না সরায়। (আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ, আহমাদ)। তবে প্রয়োজন মনে করলে সাজদাহর জায়গায় ধূলা একবার মাত্র সরাতে পারবে। (বুখারী, মুসলিম) হাই তোলা শাইতানী কাজ।

তাই সালাত আদায় করা অবস্থায় যদি কারও হাই উঠে তাহলে সে তা সাধ্যমত ঠেকাতে চেষ্টা করবে এবং মুখে হাত দিবে। কারণ শাইতান তার মুখে ঢুকে যায়। (মুসলিম, তিরমিযী) কেহকে হাই তুলতে দেখলে শাইতান হাসতে থাকে। (বুখারী) যদি সালাত আদায় করা অবস্থায় উযূ নষ্ট হয়ে যায় তাহলে সে নাকে হাত রাখবে এবং সালাত ছেড়ে দিয়ে উযূ করতে চলে যাবে। (আবূ দাউদ) উযূ করা শেষে সে যে কয় রাক'আত সালত ইমামের সাথে পাবে তা আদায় করার পর বাকী রাক'আত নিজে একাকী আদায় করবে।

জামা'আত না পেলে পুরা সালাত একাকী আদায় করবে অথবা মাসজিদে আর একটি জামা'আত করার মত মুসাল্লী জমা হলে তাদেরকে নিয়ে জামা'আতের সাথে সালাত আদয় করবে। নফল সালাত আদায় করা অবস্থায় রাসূলুল্লাহ (সাঃ) কে কেহ সালাম করলে তিনি হাত ইশারা করে উহার জবাব দিতেন। (তিরমিযী, নাসাঈ) সালাত আদায় করা অবস্থায় কোন জিনিস চুরি করতে দেখলে মুসাল্লী চোরকে পাকড়াও করতে পারবে। (বুখারী) রাসুল (সাঃ) মুখ ঢেকে কিংবা চাদরের দুই কোন গলায় ঝুলিয়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন। (আবূ দাউদ, তিরমিযী) এবং সালাত আদায় করা অবস্থায় আঙ্গুল মটকানো উচিত নয়।

(ইবনে মাজাহ) আল্লাহ পাক আমাদের সহীহ হাদীস আমল করার তৌফিক দান করুন। আমীন সামু ইন ব্লক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।