আমাদের কথা খুঁজে নিন

   

মে দিবস উদযাপন: উদযাপন যেন এক প্রথা। এই প্রথা পালনে কি হয়?



মে দিবস উদযাপন হচ্ছে এ দেশে। সারা দুনিয়ার বিভিন্ন দেশে। উদযাপন করছে মালিক। উদযাপন করছে শ্রমিক। অথবা, শ্রমিক কিম্বা মালিক নয় এমন অনেকেই উদযাপন করছে মে দিবস। উদযাপনে আমরা দেখি আয়োজন হিসাবে থাকে সমাবেশ-মিছিল-পদযাত্রা/ভোজন-বিনোদন-উম্মাদনাও। সবই যথাসম্ভব রঙচঙে তো বটেই। এই যে উদযাপন তার কি কি অর্থ? কার কার কি কি লাভ? কেন এভাবে উদযাপন করতেই হবে? এ কি অলঙ্ঘনীয় প্রথা? পালন না করে উপায় নাই? ...... এমনি অনেক গুলো প্রশ্ন মাথার মধ্যে উত্তরহীনতার ধোয়াসা কুন্ডলী তৈরী করছে। কেউ কি আছে, যে একই জটের মধ্যে ভুগছে? জট খুলবার পথ, উত্তরও কিছু কিছু খুজে পাচ্ছে? যদি থাকে তবে এসো না সেসব একটু ভাগাভাগি/বিনিময়/শেয়ার করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।