আমাদের কথা খুঁজে নিন

   

বি অলওয়েজ প্র্যাকটিকাল, নেভার বি ইমোশনাল

আইসোনা....শক খাইবা.....

চিকন মিঞার একটি পোস্ট ছিলো, আবেগই সকল নষ্টের গোড়া। এডি ফালায়া দ্যাওনের কাম। এক্কেবারে সঠিক মূল্যায়ন। তবে সাবধানীরা ঠকার আগেই সতর্ক থাকে। আর আমার মতো রামভূদাইরা আজীবন ঠকতে থাকে, তবু হুঁশ হয়না।

যেতে যেতে খাদের কিনারায় চলে যাওয়ার পর বুঝতে পারলাম, আমার পথ চলা শেষ। সামনে পা বাড়ালেই নির্ঘাৎ পতন, আর পেছনে ফেরার উপায় নেই। সব পথ বন্ধ করে দিয়ে এসেছি আমি নিজেই। সুতরাং ওয়ান এন্ড ওনলি অপশন - সামনে পা বাড়ানো এবং মৃত্যুকে আলিঙ্গন করা। কেন বিধাতা আমার মতো মানুষকে নিয়ে বারবার এক্সপেরিমেন্ট করেন? কেন বারবার আমার মতো মানুষগুলোই অন্যের জন্য দৃষ্টান্ত হয়? আর কেনইবা আমি নিজের মধ্যে এতো আবেগ ধারন করি, যখন বিধাতা আমাকে সেই যোগ্যতাই দেননি।

বড়ো কষ্ট হচ্ছে, এই সেদিনও আমি হাসিখুশী প্রানোচ্ছল একজন ছিলাম। সময়ের ব্যবধানে আজ সেই আমিই দিনরাত প্রচন্ড যন্ত্রনায় তড়পাচ্ছি। লোকজনের সামনে যেতে ভয় পাচ্ছি। দিনের আলোকে মনে হচ্ছে সার্চলাইট, যেটা শুধু আমাকেই খুজছে। রাতের অন্ধকারে বিছানায় শুয়ে সরারাত এপাশ-ওপাশ করি।

ঘুম আসেনা। বারবার মনে হয়, আমি একটি জীবন নষ্ট করেছি, একটি ফুলের মতো জীবন নষ্ট করেছি। নিজে তো ধ্বংস হয়েছি, কিন্তু সেই নিষ্পাপ জীবনটির জন্য নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবোনা। বিধাতার ক্ষমা করার প্রশ্নই আসেনা। আজ সব হারিয়ে আমি নিঃস্ব, রিক্ত।

তাই সবার প্রতি অনুরোধ, দয়া কের ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ইমোশন আপনাকে ধ্বংস করে দিতে পারে। ডিটেইলস জানতে চাইবেন না কেউ প্লিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।