আমাদের কথা খুঁজে নিন

   

সিসিফাস ও আমি



পাখিটা এখন নি:সঙ্গতার গান গায়। রাত্রি অনেক হয়েছে। আমাদের ঘুমুতে যেতে হবে। শহরের কানা গলি। এখানে ভ্যাপসা গন্ধ।

ওখানে ময়লার স্তুপ। সকাল বেলা দৌড়-কাজের ও খাবারের সন্ধানে। .........এটা নাকি একজন আধুনিক মানুষের জীবন গাঁথা। অবাক হয়ে আশরাফ স্যারের ক্লাস করছিলাম। আধুনিক মানুষ -চিন্তাধারায় আগেকার মানুষের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে।

শুধু তার জীবন থেকে সুখ পালিয়েছে। অবশ্য সে এখন নতুন সুখের স্বপ্ন্ দেখে না। কারন সুখ নামক শব্দ বিশ্লেষণ করতে সে আবার দার্শনিক নন্দন তত্বের খোঁজে বের হেব ...................... হায়রে আধুনিক আর আধুনিকতার তত্ব্। সবটুকু সিসিফাসের অনন্তকালের ক্লান্তি--------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।