আমাদের কথা খুঁজে নিন

   

::::::::::::::::::::::::::::::::::::::১লা মে আর শ্রম আইন :::::::::::::::::::::::::::::::::::

pore likhbo..

বাংলাদেশের শ্রমিকেরা এখনো নির্যাতিত।শ্রমআইনে শ্রমিকদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা তা থেকে তারা বন্চিত।এক একটি বস্তার ওজন অন্য দেশে ২০/২৫ কেজীর উপর হয়না অথচ আমাদের দেশে এই বস্তার ওজন ৫০/৬৫ কেজী যা সত্যিই অমানবিক ব্যাপার।আরও দু:খজনক ব্যাপার হল কথায় কথায় শ্রমিক ছাটাই করা,৮ ঘন্টার পরিবর্তে ১২ঘন্টা শ্রম দিতে বাধ্য করা এমনকি ১লা মে দিবসটিতে ছুটি না দিয়ে ফ্যাক্টরি বা অফিস খোলা রাখা,মাসিক বেতন মাসের ১ম সপ্তাহে অর্থ্যাৎ নির্ধারিত তারিখে না দেওয়া ,ইনক্রিমেন্ট বা সুযোগ সুবিধার কোন নির্দিষ্ট নীতিমালা না থাকা, কাউকে চাকরী হতে বিতারিত করলে তিন মাসের বেতন দেওয়ার শর্ত থাকলেও তা না দেয়া,বাৎসরিক বোনাস না দেওয়া ইত্যাদি।শ্রমিকেরা শ্রম আইন স্বমন্ধে জ্ঞাত না হওয়ায় এক শ্রেনীর শ্রমিকনেতা নামধারী ও মালিকপক্ষের যাঁতাকলে এসব অসহায় শ্রমিক প্রতিনিয়ত শোষিত হচ্ছে, তাদের দেখভালের কেউ নেই !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।