আমাদের কথা খুঁজে নিন

   

পরীক্ষা শেষের পর.....



ডজন খানেক ডি ভি ডি আর শত খানেক বই জমিয়ে রাখা বুক সেলফে পড়ার সময় কই? রবীন্দ্রনাথ শরৎ বাবুর মোটা উপন্যাস গোরা শ্রীকান্ত্ মেজ্‌দিদি আর আছে বিপ্রদাস। সবই ছিলো আমার কাছে মস্ত আকর্ষণ পরীক্ষাটা সামনে ছিলো, এটাই মূল কারণ। নিয়ম করে বই গুলো সব করে নীট এন্ড ক্লীন এক্সামেরই শেষে হবে বই পড়ারই দিন। ক্লিন্ট ইস্টউড টম হ্যাঙ্কস আর মিস্টার শাহরুখ নিয়ম করে বসবো আমি, মুভি দেখেই সুখ। বলবে না কেউ পড়তে বসো সামনে পরীক্ষা জিওমেট্রি নিয়ে এসো দিয়ে দি' দীক্ষা কারেন্ট চলে গেলে মোমের আলো নিয়ে বসে ঘামতে থাকো তবু তোমার প্রস্তুতি নাও কষে। পরীক্ষাটা শেষ হলো যেই ধরলো সর্বনাশে ইচ্ছেগুলো পালিয়ে গেলো থাকলো না কেউ পাশে সব কিছু কে ছুটি দিয়ে কাটাই অলস দিন সময় করে শুধোই শুধু বকেয়া ঘুমের ঋণ দিনে ঘুমাই রাতে ঘুমাই অলস দুপুর ঘুমে ঠান্ডা কিবা গরম থাকুক দোর লাগিয়ে রূমে। বলতে পারো তোমরা কি কেউ কোনো সলিউশন কম ঘুমানোর জন্যে এখন ঠিক করেছি মন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.