আমাদের কথা খুঁজে নিন

   

পে অর্ডার সংক্রান্ত কিছু প্রশ্ন...............

আজকে একজনকে পে-অর্ডার বিষয়ে কিছু আলাপ করতে শুনলাম। শুনে আমার মনে কিছু প্রশ্ন আসলো, কিন্তু উত্তর জানা নাই। সাধারনত টাকা জমা দেবার পর পে-অর্ডার (চেক) পাওয়া যায়। যাকে টাকা দেয়া হবে (গ্রাহকের) তার নাম ও ব্যাংক একাউন্ট নম্বর পে-অর্ডারে উল্লেখ থাকে। গ্রাহক পে-অর্ডারটি তার একাউন্টে জমা দেবার কতক্ষন পর টাকা তার একাউন্টে টাকা জমা হবে? ১) যদি একই ব্যাংক হয়:- কোন দাতা সোনালী ব্যংক বনানী শাখা থেকে ১ লক্ষ টাকার পে-অর্ডার তৈরি করে গ্রহীতাকে দিলেন।

গ্রহীতা সেই পে-অর্ডার তার যাত্রাবাড়ী সোনালী ব্যংক শাখা্য় তার একাউন্টে জমা করলেন। কতক্ষন পর গ্রাহকের একাউন্টে টাকা জমা হবে? ২) যদি দুটি ভিন্ন ব্যাংক হয়:- কোন দাতা সোনালী ব্যংক বনানী শাখা থেকে ১ লক্ষ টাকার পে-অর্ডার তৈরি করে গ্রহীতাকে দিলেন। গ্রহীতা সেই পে-অর্ডার তার যাত্রাবাড়ী প্রাইম ব্যংক শাখা্য় তার একাউন্টে জমা করলেন। কতক্ষন পর গ্রাহকের একাউন্টে টাকা জমা হবে? ৩) ডিসঅনার: দাতা পে-অর্ডার চেক গ্রাহক কে দিয়েছেন। কোন কারনে দাতা অসন্তুষ্ট হলেন, ভাবলেন যে, পে-অর্ডারের টাকা যাতে গ্রাহক না পায়, এখন দাতা কি কোনভাবে যে পে-অর্ডার চেক দিয়ে দিয়েছেন তা কি কোনভাবে আটকাতে পারবেন/ তিনি কি ব্যংক-কে অনুরোধ করে তার প্রদানকৃত পে-অর্ডারটি যাতে গ্রহিতা নগদায়ন করতে না পারে সে জন্য অনুরোধ করতে পারেন?? পে-অর্ডার চেক কি ডিসঅনার করা যায়??? যারা এ বিষয়ে জানেন তারা দয়া করে জানান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।