আমাদের কথা খুঁজে নিন

   

বেকারত্ব

এক খন্ড বরফ হাতে দাঁড়িয়ে.......

বেকারত্ব ২০১০০৪২৯ ক্লান্ত আর বিষন্ন সময়গুলো পাড় হতে চায় না। শিশুর মতো হামাগুড়ি খায়, খুচরা পয়সার মতো পকেটের তলায় পড়ে থাকে। ডদনের সময়টুকু তবুও এক রকম কেটে যায় নেংড়া মশার মতো এঘাট ওঘাট ঘুরে। রাত্রি যেন পাথর হয়ে বসে বুকের উপর। সিগারেট টানি, সিগারেটের ধুয়ায় কষ্ট পোড়ার গন্ধ পাই অবচেতন সমাজের বিবেক পোড়া গন্ধের মতো। দুর থেকে ভেসে আসে বেকারত্বের সিৎকার, দুঃসময়গুলো খামচে ধরে হৃদয়ের পাটাতন। বাবা মায়ের ঝাজালো গালি কানের পাশ কেটে উড়ে যায় উড়ে যায় পরশীদের অবজ্ঞা আর বাঁকা চাহনী। আমি শুধু বেকারত্ব নামের ঝাপিটা মাথায় করে ঘুরি। ==০==

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।