আমাদের কথা খুঁজে নিন

   

টি২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বার্বাডোজের বিপক্ষে বাংলাদেশের ৩২ রানে জয়লাভ। আশরাফুল ৩৫ বলে ৩৫

ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ

টি২০ বিশ্বাকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বার্বাডোজের বিপক্ষে বাংলাদেশ ৩৬ রানের সহজ জয় পেয়েছে। টসে হেরে বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫উহকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে । বাংলাদেশের পক্ষে ইমরুল কায়েস ৫৭, আশরাফুল ৩৫রান করেন ৩৫বলে (যদিও ক্রিকইনফো লিখেছে ১২ বলে বার্বাডোজ ক্রিকেট সাইটে লিখেছে ৩৫ বল), আফতাব আহমেদ ২৬ রান করেন। ১৬৭ রানের জয়ে লক্ষে খেলতে নেমে নির্ধারিত ২০ওভারে ৩ উইকেটে ১৩০ করতে সক্ষম হয় বার্বাডোজ। বোলিং-এ বাংলাদেশের মাশরাফি, আব্দুর রাজ্জাক ও রুবেল হোসেন প্রত্যোকে ১টি করে উটকেট লাভ করেন । http://www.bcacricket.org লিখেছে Mohammad Ashruful was dismissed for 35 off the same number of balls (64-1; 8.3 overs). He was brilliantly caught at deep mid-off by Alcindo Holder, who sprinted off the long-off boundary and held the ball half-inch from the ground sprawling forward, off medium-pacer Carlos Brathwaite. Bangladesh 166/5 (20/20 ov) Barbados 130/3 (20.0/20 ov) Bangladesh won by 36 runs Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।