আমাদের কথা খুঁজে নিন

   

নিশি নিঝুম, ঘুম নাহি আসে



নিশি নিঝুম, ঘুম নাহি আসে, হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে ... বিহগী ঘুমায় বিহগ-কোলে, শুকায়েছে ফুল-মালা শ্রান্ত আঁচলে ... ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে... নিশি নিঝুম, ঘুম নাহি আসে ... ফুরায় দিনের কাজ ফুরায় না রাতি, শিয়রের দীপ হায়, অভিমানে নিভে যায় নিভিতে চাহে না নয়নের বাতি। কহিতে নারি কথা তুলিয়া আঁখি বিষাদ-মাখা মুখ গুণ্ঠনে ঢাকি। দিন যায় দিন গুনে নিশি যায় নিরাশে, নিশি নিঝুম, ঘুম নাহি আসে ... **** মান্না দে'র গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।