আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসি

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

আমি ভালোবাসি ঐ আকাশ পানে, চাহিয়া কাটাইতে রজনী। আমি ভালোবাসি ঐ তারাদের মাঝে, খুঁজিতে তোমায় সজনী। আমি ভালোবাসি ঐ পাখিদের গান- মেঘলা দিনে বৃষ্টির স্নান- ভালোবাসি ঐ বাদল দিনের, বাদল ধারার লহড়ী। আমি ভালোবাসি ঐ সবুজ় মায়া, দেখিতে দুচোখ ভরি। আমি ভালোবাসি ভোরে শালিকের ডাক- প্রভাত বিজনে স্বপ্নের ঝাঁক- ভালোবাসি বসে নদীর কিনারে, শুনিতে ঢেউয়ের সুর। আমি ভালোবাসি ঐ আকাশ পড়িছে নদীতে বহুদূর। আমি ভালোবাসি ফুল, মধুতে ব্যাকুল, তীব্র চেতনা বুকেতে মধুর, ভালোবাসি বসে নির্জনে একা, ভাবিতে তোমার কথা। আমি ভালোবাসি শুধু জমাতে হ্নদয়ে, তোমার দেয়া ব্যথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.