আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা ( দেশাত্ববোধক) (৫৯১-৫৯৫)



১. পরজনমে পদচিহ্ন রেখে যাবো বাংলার মানচিত্র জুড়ে , আবার আসবো অচীনপুর ঘুরে। ২. বাঙ্গালীত্ব নিস তুই যমদূত; যা ইচ্ছে নিস, কেবল আমার বাঙ্গালীত্ব আমায় দিস। ৩. প্রীতি আমি রাষ্ট্র বুঝিনা, বুঝিনা রাজনীতি, আমি পেয়েছি বাংলার শ্যামল ছায়ার প্রীতি। ৪. মা সন্তানেরে চিনতে মায়ের লাগেনা দৃষ্টি; আমিও সেই বাংলা মায়ের সৃষ্টি। ৫. পরিচয় গাছের কাছে, পাখির কাছে শুধাও মোর পরিচয়, বাংলা আর বাংলায় ভরা হৃদয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।