আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি ব্যাপারটা খেয়াল করেছেন আমরা এখন আগের চেয়ে বেশি বাংলা গান শুনি কে পরিবর্তন করলো আমাদেরকে কিভাবে হলো এটা কখন হলো

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

এই ব্যাপারটা নিয়ে আমি সবসময়ই বাইরে গর্ব করে কথাটা বলি কিন্তু কোনদিন পোস্ট দেবার কথা মনে আসেনি । কিন্তু কিভাবে যেন নিরবেই এক প্রকার বিপ্লব হয়ে গেছে বাংলা গানের জগতে। কেউ কি ব্যাপারটা খেয়াল করেছেন ??কিচুটা উপরের শ্রেনী হতে একদম উপরের শ্রেনী পযর্ন্ত এই বিপ্লব হয়েছে । খেয়াল করেছেন ??খেয়াল করেছেন আমরা পারি অন্যদের সাথে মোকাবেলা করে টিকে থাকতে । কি ব্যাপার এখনো ধরতে পারেন নি আমি কি নিয়ে কথা বলছি আরে ভাই হ্যা আমি আমাদের গানের জগত নিয়ে কথা বলছি আমি কথা বলছি আটর্সেল,শিরোনামহীন,মিলা,তপু,ওয়ারফেইজ,ন্যান্সি,ব্ল্যাক,তাহসান,হাবিব,ফুয়াদ,অর্নব,বাপ্পা মজুমদার,সামিনা চৌধুরী,কৃষ্ঞকলিসহ আরও অনেকে এদেরকে নিয়ে এরাতো পুরা দেশটাকেই চেন্ঝ করে দিয়েছে ।

হিন্দি গানকে সরিয়ে বাংলা গানকে নিয়ে এসেছে আমাদের সামনে একেবারে আমাদের ভিতরে। আপনাদের সামনে কি ব্যাপারটা এসেছে । এখন আমরা হিন্দি গান কম শুনি আর্টসেল,শিরোনামহীন এগুলোর গানই বেশি শুনি। বাংলা গান ছাড়া কি আর বস আড্ডা জমে। এরা আসার আগে উপরের শ্রেনীরা দেখতাম হিন্দি আর ইংলিশ গান নিয়েই ব্যস্তা থাকত আর গ্রামের মানুষ মনির খান,মমতাজ ,আসিফ সাথে হিন্দি গান নিয়েই বেশি ব্যস্ত থাকত।

এখন পুলাপাইনের কাছে ক্রেজ হচ্ছে আর্টসেল,শিরোনামহীন,ওয়ারফেইজ .................................... আর কত শত বাংলা গান। আগে দেখতাম আড্ডাতে পুলাপাইনে হিন্দি গানই বেশি গাইতো এখন দেখি বাংলা গানই বেশি শুনে আর আমিতো হিন্দি গানকে এখন লো ক্লাস বলেই বিবেচনা করি আরে বাংলা গানের উপরে আবার গান আছে নাকি। আর কোয়ালিটির কথা যদি বলি তাহলে বলবো আমাদের দেশের মিউজিক প্রায় আর্ন্তজাতিক সমসমানের । যদি আমাদের দেশের প্রভাব বেশি হতো বা দেশ বড় হতো তাহলে আমাদের মিউজিক বরং ইন্টারন্যাশনালি এ্যাওয়াড পেত । তবে পার্টি বা অনুষ্টানে এখনো হিন্দি গানের প্রাধান্য বেশি সাথে ইংলিশও আছে।

আমি অবশ্য খুবই কম হিন্দি গান শুনি মাঝে মাঝে একটা দুটা গান ভালো লাগে যেমন ইয়া রাব্বা দে দে কহি জান বি আগার ..........। আপনাদের মতামত জানতে চাচ্ছি। কি অবস্হা আপনাদের ..............মতামত জানাবেন কিন্তু । আর ভালো লিখতে পারিনাই বুঝতেই পারছি। এজন্য সরি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।