আমাদের কথা খুঁজে নিন

   

কেন পৃথিবীর কাছে আসতে চায় মঙ্গলগ্রহ

সেখানে একটি আমাদের প্রিয় চাঁদমামা হলেও অন্যটি হলো সুপ্রিয় মঙ্গলগ্রহ। মঙ্গলগ্রহ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে বলেই

তাকে চাঁদের মতো উজ্জ্বল দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন মঙ্গলগ্রহ পৃথিবীর কাছে আসবে? পৃথিবীর কাছে মঙ্গলগ্রহ দেখা দেওয়ার সম্ভাব্য কারণগুলো জানাচ্ছেন- আরিফ বিন নজরুল

 

 

** ডেটিং করতে

আরে ভাই, এত সহজ বিষয়টিও বুঝলেন না? যদি মঙ্গলগ্রহ পৃথিবীর প্রেমে মগ্ন থাকে, তাহলে তারাও তো চাইবে ডেটিং করতে। ঠিক তেমনি কারণে হয়তো মঙ্গলগ্রহ পৃথিবীর কাছে আসবে ডেটিং করতে। আরও মজার বিষয় হলো, মঙ্গলগ্রহ তার বাড়িতে কাউকে না জানিয়ে আসবে বিধায় রাত ১২টার দিকেই আসবে।

 

** পিপাসা মেটাতে

এখনো মাঝে মাঝে বিজ্ঞানীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় মঙ্গলগ্রহে পানি আছে কিনা সন্দেহে! তাই এবার হয়তো সেই সন্দেহ মুছে দিতে এবং নিজের পানির পিপাসা মেটাতে স্বয়ং মঙ্গলগ্রহ পৃথিবীর কাছে চলে আসছে।

পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি দেখে হয়তো মঙ্গলগ্রহ হিংসায় জ্বলতে জ্বলতে পানি পিপাসা লেগে গেছে। আর তাই তিনি পানি পান করতেই পৃথিবীর কাছে আসছেন।

 

** ভেরিফিকেশন করতে

খুব শীঘ্রই নাকি নাসা মঙ্গলগ্রহে বসবাসের জন্য পৃথিবী থেকে লোক পাঠাবে! আর এ জন্য কয়েক লক্ষ আবেদনও পড়ছে। তো যারা যারা মঙ্গলগ্রহে যেতে চায় তাদের তো একটা পরীক্ষা করা দরকার।

আর এই পরীক্ষা বা ভেরিফিকেশন করতে হয়তো স্বয়ং মঙ্গলগ্রহই পৃথিবীর কাছে আসছে।

 

**টাকা ধার করতে

আমরা খুব বেশি সমস্যা বা অল্প সমস্যায় পড়ি না কেন বন্ধুদের কাছ থেকে টাকা ধার নেওয়া আমাদের ট্রাডিসন হয়ে গেছে। তেমনি হয়তো মঙ্গলগ্রহ কোনো সমস্যায় পড়েছে, কিছু টাকা লাগবে তাই পৃথিবীর কাছ

থেকে কিছু টাকা ধার করতে আসছে। সত্যিই গ্রহ বন্ধু বলে কথা!

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।