আমাদের কথা খুঁজে নিন

   

বড় গল্প-উদ্বাস্তু ঘুঘু : পর্ব-৫(পৃথিবী)

সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া

পর্ব-১ : Click This Link পর্ব-২ : Click This Link পর্ব-৩ : Click This Link পর্ব-৪ : Click This Link ক্রমশঃ ঈশ্বর স্মরণ করলেন ১ম প্রপ্রজ্ঞাকে। যে একনিষ্ট ছিল তার প্রভু কর্তৃক অর্পিত দায়িত্বে। সাড়া দিল তরিৎ। প্রভুর আজ্ঞা পালনে আনন্দিত চিত্তে। প্রভু দিলেন বর।

-রুহুল। -প্রভু। -হস্তদ্বয় একত্রিত কর। -প্রভুর আজ্ঞা। তাঁর হস্তসৃষ্ট অঞ্জলী ভরে ওঠে প্রভুর অপার করুণায়।

-যাও। -প্রভূ। -ছায়াপথের সূর্যকে আবর্তিত তরুন তৃতীয়টির নিকট। -যে তার আবেগে উচ্ছল ? -অপেক্ষা আর তোমার হস্তস্থিত জীবন বারির সৌজন্যে নতুন শুরুর উত্তেজনায় উত্তেজিত। -প্রভু।

-তার অপেক্ষার প্রহর শেষ হোক। -সুর্যকে বলো, সকলের সকল কালে তাপিত হবার দরকার নেই। কখনও স্নেহাশিষও ফলদায়ক। বাঁশিওয়ালা তুলুক মোহন সুর, শিখে নিক অভ্যাগতরা, পবনকে ডেকে নাও। বিশাল নীল আকাশের তলে ফুটন্ত লোহিত গোলকটাতে ধীরে বর্ষিত হলো প্রভুর অপার অমোঘ করুণা।

কিছু সে শুষে নিল তৎনাত। অবশিষ্ট বাষ্পিভুত মেঘরুপে উর্ধ্বাকাশে। স্থিত মেঘের পিঠে ঝলসে ওঠে পবনের চাবুক। ঝড়ে সে অবিরল ধারায় ধরনীর বুকে, যে আজন্ম পিপাসার্ত। প্রেম বোঝেনা তরুণ ভুবন।

কেবল কাম। প্রত্যাখ্যাত জল পুনঃ বাস্পিভুত। আবার ভেঙে পড়ে। কিশোরীর মত। নাথেরে সে প্রেম শেখায়।

তার আসা যাওয়ার অন্তরালে স্রষ্টা খেলেন কোন খেলা। মেঘের কোলে ছড়িয়ে দেন প্রাণকণা। বাজে বাঁশি। কোথায় ? কে বা জানে। গড়ায় বেলা।

পবন করে লেনা-দেনা আলো হাওয়ার। স্নেহাশিষ শিখবে বলে তেজকে এবার ভর্তি করেন হাজার শিকের পাঠশালায়। কেমন করা এক বিকেলে, বাঁশির সুরে উন্মনা, ঈষৎ শীতল পৃথি যেন বুঝতে পারে। এই-ই সে। এবং একা।

তখন রাত্তির নাইমা আসে দু’চোখে। উত্তাল আবেগে বুক ফুড়ে জেগে ওঠে গেইসার আর প্রাণের আহবানে উছলে পড়ে সে। তাতে প্লাবিত পৃথি। বাঁশির সুর আর পবন ও তার সহযোগী পরিতোষকদের ডানার আন্দোলনে সৃষ্ট বায়ু প্রবাহে প্লাবন স্রোতস্বিনী। ইত্যাকার প্রাণ রসায়ন কিংবা প্রেমজ চাষবাসে ভুবনের মানসে পল্লবিত, মুখরিত ও সঞ্জিবিত হওয়ার কিম্ভুত কিমাকার বাসনা উঁকি দেয়।

পৃথিবীর তিন চতুর্থাংশ দখলে নিয়ে, প্রিয়তমের টাক মাথাটা দৃষ্টিকটু ভেবে অথবা তার ইচ্ছেটাকে সম্মান করে অথবা মাথাটাকে অন্যত্র ব্যস্ত রেখে গলাবধি নিরঙ্কুশ আধিপত্যের লোভে অথবা একটা প্রেমজ আমরা’র কল্পনায় আবিষ্ট জল প্রেমাস্পদের বুকের লোমে বিলি কাটতে কাটতে ঠোঁটের কোণে সলজ্জ একটু হেসে বলে, হুম। সাথেই থাকুন..............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।