আমাদের কথা খুঁজে নিন

   

" পৃথিবীর সমাপ্তি "

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। মনে হয় না এর থেকে বেশী কিছু চাওয়ার আছে।

এই কথাটা আমাদের দেশে তেমন শোনা না গেলেও বাইরের সব দেশে এই কথাটা এখন চরম আলোচিত একটি কথা। অনেক গবেষণা ও আলোচনা করে অনেক গবেষক এই কথাটা বলেছেন যে সম্ভবত ২০১২ সালে আমাদের এই সুন্দর পৃথিবী আর থাকছে না। এই কথাটা প্রথমবার পড়ে অনেকে হেসে উড়িয়ে দিতেও পারে.........আমি নিজেও প্রথমবার এই কথাটা হেসে উড়িয়ে দিয়েছিলাম।

কিন্তু এরপর আমি এই ২০১২ এর উপর এমন কিছু ডকুমেনটারি দেখি ও থিসিস পেপার পড়ি যাতে করে এই কথাটা এখন কোনভাবেই হেসে উড়িয়ে দিতে পারছি না। ২০১২ সাল এর মহাপ্রলয় নিয়ে এখন পৃথিবীর গবেষকরা দুইভাগে ভাগ হয়ে গেছেন । ২০১২ সাল এর মহাপ্রলয় নিয়ে বেশ কিছু অকাট্য যুক্তি রয়েছে যা এখন আমি উপস্হাপন করছি ….......... ১. পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম উন্নত জাতি ছিলো মায়ান জাতি। এরা ছিলো পৃথিবীর প্রথম সভ্য জাতি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ক্যালেন্ডার মায়ান জাতিরা আবিষ্কার করে।

কোনো এক অদ্ভুত ও রহস্যময় কারণে হাজার হাজার বছর আগে তৈরী মায়ান জাতিদের ক্যালেন্ডারটি ''২০১২'' সালে এসে শেষ হয়ে গেছে। সঠিক সময়টা হলো ২১ শে ডিসেম্বর ২০১২..........অর্থাৎ ২০১২ সালের ডিসেম্বর এর ২১ তারিখ এরপর থেকে মায়ানদের ক্যালেন্ডার এ আর কিছু নেই। তাহলে কি মায়ানরা পৃথিবীর শেষ সম্পর্কে কোনোভাবে আগাম ধারণা পেয়ে গিয়েছিলো ? হয়তো পেয়েছিলো কিংবা না। ২. পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল ও বিখ্যাত ভবিষ্যতদ্রষ্টা হলো নষ্ট্রাডমাস। হিটলার, কেনেডি, সাদ্দাম, টুইন টাওয়ার এর হামলাসহ আরো অনেক বিখ্যাত ভবিষ্যতবাণী তিনি করেছেন।

তিনি কয়েকশো বছর আগে মারা গিয়েছিলেন। এই নষ্ট্রাডমাস এমন কিছু ভবিষ্যৎ করে গিয়েছিলেন যার অর্থ দাঁড়ায় যে ২০১২ সালের ডিসেম্বর মাসে কোন এক কারণে পৃথিবী ধংস হয়ে যাবে। সবাই এক জিনিষ বলেছেন যে এই মহাপ্রলয় এর লক্ষণ আমরা পৃথিবীতে অনেক আগে পাবো। আপনারা সবাই একটা জিনিস লক্ষ করে দেখেন যে আমরা বর্তমান পৃথিবাতে একনাগাড়ে বেশ কিছু দুর্যোগ এর মুখে পড়েছি। আন্তর্জাতিক শেয়ার বাজারে ধস্, মধ্যপ্রাচ্য এর অস্বস্তিকর পরিস্হিতি, গ্লোবাল ও ন্যাচারাল ভারসাম্যহীনতাসহ আরো অনেক কিছু।

জানি না শেষ পর্যন্ত কি হয় ? কিন্তু শীঘ্রই যে পৃথিবীর মানুষ বড় কোন বিপদের ভিতর দিয়ে যাবে সেটা আমার বিশ্বাস। ভালো থাকবেন। মতামত জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।