আমাদের কথা খুঁজে নিন

   

যে শিশুটির মরণ হল কাল রাতে



প্যালেস্টাইনের গাজাতে যে শিশুটি মরণকে বরণ করেছে কাল রাতে, তার মুখে শুনতে পেলাম এক সুতীব্র চিৎকার, সে এক কিশোর কবিকে বলছে, কী অপরাধ করেছিলাম আমি? বোমের পর বোম ফেলা হচ্ছে আমার জন্মভূমিতে। আগুনে পুড়ছে ঘর-বাড়ি, দোকান-পাট, স্কুল, হাসপাতাল, আমার খেলার মাঠ। খণ্ড-বিখণ্ড হয়ে যাচ্ছে শরীর, ছিন্ন-ভিন্ন লাশের ¯তূপ পড়ে থাকছে আমার রাস্তার ধারে। বাতাসে ভেসে বেড়াচ্ছে লাশ আর বারুদের গন্ধ। কেন এই বোমা পড়ছে আমার ভিটেবাড়ির ছাদে।

আমার ছাদ ধ্বসে পড়ছে আমার উপরেই। চাপা পড়েছি আমি, আমার হাত আলগা হয়ে গেছে আমার শরীর থেকে, মাথা ফেটে গলগলিয়ে রক্ত ঝরছে, সে রক্তে ভিজে গেছে আমার ছোট্ট কপাল, মুখের চারপাশে ছোপ ছোপ করে লেগে আছে রক্ত। চোখ বুঁজে যাচ্ছে রক্তের চাপে, নাকের ভিতর দিয়ে ঢুকছে ঘাম ভেজানো রক্ত, কানে শুনছি সন্তানের লাশ কোলে মায়ের চিৎকার। কী যন্ত্রণায় মরছি আমি পাথরে নিষ্ফল মাথা কুটে। আমি যখন যন্ত্রণায় মাথ কুটে মরছি তখন কোথায় ছিলে জাতিসংঘ? কী ভাবছে পরিবর্তনের প্রতিশ্র“তি দেয়া বিশ্ব অধিপতির মতো সর্বেশ্বর দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি? আমার চিৎকার কী শোনেনি আমার প্রতিবেশী আরববাসীরা, যারা ধর্ম গেল ধর্ম গেল বলে কাতর হয়? তাদের দেশেতো বিশ্বের সমৃদ্ধশালী মুসলমানেরা এসে জড়ো হয়ে শয়তানকে পাথর ছুঁড়ে মারে।

কিন্তু তাদের কাছে কি যারা বোমা মেরে. গুলি ছুঁড়ে আমাকে বাবা-মা-ভাই-বোন, বন্ধু-সাথীহারা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস হয়না? কবে সারা বিশ্বের শান্তিকামী, বিবেকবান, প্রতিবাদী একজোটে জুতা ছুঁড়ে মারবে বোমাবাজ, খুনীদের দোসরদের- বিশ্বরাজনীতির নিয়ন্ত্রণ কর্তাদের? আমি কেঁদে, কেঁদে মরি। ঘৃণা ছুঁড়ে মারি সেই পুঁজিপতিদের যারা অস্ত্র নির্মাণ করে গড়ে তোলে সম্পদের পাহাড়; প্রচুর প্রচুর ব্যয় করে পালে একদল বিবেকহীন সেনাবাহিনীকে আর যারা রাজার নীতির মতাকে ধারণ করে বিশ্বশান্তির নামে বলে আমাদের ওপর বোমা পড়ছে পড়–ক। আমাকে বলবে কী, আর কত মৃত হাড় জমলে ুধা মিটবে সাম্রাজ্যবাদী আর তাদের দোসরদের? জানি, টাকা-পয়আ, বাড়ি-গাড়ির প্রয়োজন আছে ঢের - কিন্তু তাই বলে কি আমার এতটুকু জীবনের বিনিময়েই তোমাদের তা পেতে হবে? কেন আরও আরও নতুন, নতুন যুদ্ধ-জাহাজ, বোমারু প্লেন, পেণাস্ত্রের জন্য বিশ্বের মাটি, বায়ু, পানি, আকাশকে ব্যবহার করা হবে? আর আমিতো কেবল বাঁচতে চেয়েছি গায়ে কাদা, মাটি, বালু মেখে, বিশুদ্ধ বায়ু সেবন করে খোলা আকাশের নিচে একটি ছোট্ট কুঁড়েঘরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।