আমাদের কথা খুঁজে নিন

   

"এই খাট থেকে ঐ খাট আর কতদূর!"

মাঝে মাঝে কিছু কবিতা পড়ে অবাক হয়ে যাই। প্রচন্ড মুগ্ধতায় আচ্ছন্ন থাকি বেশ কিছুদিন। মাথার মধ্যে সেই কবিতার লাইনগুলো বাজতে থাকে। তারপর আবার আগের অবস্থায় চলে আসে। ফেসবুকে কোন একজনের একটা কবিতা পড়েছিলাম (নামটা মনে করতে পারছিনা।

সরি!) যার প্রথম লাইনটা হল "এই ছাদ থেকে ঐ ছাদ আর কতদূর?" সম্ভবত এই রকমই ছিল লেখাটা। প্রেমের কবিতা। প্রচণ্ড মুগ্ধতা নিয়ে কবিতাটা পড়েছিলাম। সেই কবিতার একটা লাইন মাথার মধ্যে ঢুকে গেছে। প্রায় সময়ই নিজের অজান্তে মুখ দিয়ে বেড়িয়ে আসে "এই ছাদ থেকে ঐ ছাদ আর কতদূর।

" এখন মাঝ রাত। বিছানায় শুয়ে আছি। গত দুইদিন ভাল ঘুম হয়নি। ভেবেছিলাম আজ আরাম করে ঘুমাব। হঠাৎ করে মনের মধ্যে কবিতার লাইনটি বাজতে শুরু করেছে।

"এই ছাদ থেকে ঐ ছাদ আর কত দূর?" আমার মনে হল আচ্ছা এখানে যদি ছাদের যায়গায় "খাট" হত কেমন লাগত? যে খাটে আমি শুয়ে আছি সেই খাট। আর যেই খাটে আমি শেষ বারের মত শুইব সেই খাট! মানে খাটিয়া! "এই খাট থেকে ঐ খাট আর কতদূর!" (শাহজাহান আহমেদ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।