আমাদের কথা খুঁজে নিন

   

কালো রুপ কত অপরুপ

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

কালো রুপ কত অপরুপ আমি দেখেছি নয়ন মেলে কতযুগ সেই কালো মুখ প্রাণে রেখেছি প্রদীপ জ্বেলে !! কালো কোকিলের কন্ঠসূধা নীরবে মাতাল করে বসূধা ফুল ঝরে যায়, কালো কোকিলের সে আশা ঝরিয়া গেলে !! আহা! কালো ভুরুর নীচে ভ্রুকুটি ছড়ালে মরুছায়ে কত প্রাণ মেহেদী রাঙানো কালোর পায়ে মন্জীরে বাজে গান। কোকিলের কালো ,আকাশের সুর ময়ুরের পায়ে বাজায়ে নূপূর জোনাকীর আলো জ্বলে উঠে কালো রাতের পরশ পেলে !! শিল্পী: সুবির নন্দী গীতিকার: সিকান্দার আবু জাফর -----------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.