আমাদের কথা খুঁজে নিন

   

৫০ জনের চিকিৎসার দায়িত্ব নিল মেরিল-প্রথম আলো তহবিল

সাভার-দুর্গতদের সহায়তায় ‘মেরিল-প্রথম আলো সাভার সহায়ক তহবিল’ গঠন করা হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আজ শনিবার এই তহবিলে আরও এক লাখ ৩৮ হাজার ৩০০ টাকা জমা পড়েছে। এর আগে গতকাল শুক্রবার মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১২ অনুষ্ঠান থেকে ৫৪ লাখ টাকা সংগৃহীত হয়।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন শ্রমিকের দায়িত্ব নিয়েছে মেরিল-প্রথম আলো সাভার সহায়ক তহবিল। যতদিন তাঁরা এই হাসপাতালে থাকবেন, ততদিন তাঁদের চিকিৎসার ব্যয়ভার এই তহবিল থেকে বহন করা হবে।

সার্বিক কাজ তদারকির জন্য সাভার থানা রোডে একটি ক্যাম্প খোলা হয়েছে।
প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা আজ দুর্গত এলাকায় উদ্ধার কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করেছেন। একইদিন সাভার সিআরপি বন্ধুসভা শুকনো খাবার, স্যালাইন এবং পল্লবী প্রথম আলো বন্ধুসভা ২৮ হাজার টাকা আহতদের মধ্যে বিতরণ করে।
গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চিকিৎসাধীন আহতদের মাঝে নগদ ৬৮ হাজার টাকা নগদ টাকা এবং লুঙ্গি, তোয়ালে, সালোয়ার-কামিজ, শুকনো খাবার, ওষুধ ও নিরাপদ পানি বিতরণ করা হয়। প্রাণ-আরএফএল’র সহায়তায় বিতরণ করা হয় ১০ কনটেইনার জুস।

ওইদিন বন্ধুসভার পক্ষ থেকে এক হাজার টিটেনাস-টীকা এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার উদ্ধার কর্মীদের মাঝে মাস্ক, অ্যালবো ক্যাপ, নি ক্যাপ, এয়ার ফ্রেশনার, ব্লিচিং পাউডার, চশমা, রিস্ট ক্যাপ, সাবান, ডেটল বিতরণ করা হয়। এ ছাড়া সামিট গ্রুপের সহায়তায় দুর্গত এলাকায় একটি জেনারেটর সরবরাহ করা হয়।
এনাম মেডিকেল কলেজ বন্ধুসভার উপদেষ্টা কাজী মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে মেডিকেল কলেজের ৫০ জন চিকিৎসক ও শিক্ষার্থী ঘটনার দিন থেকে রাত-দিন কাজ করে চলেছেন। তাঁদের সঙ্গে আছেন নাঈম আহাম্মেদ, সাদিয়া আফরিন, আরিফ আতিক, সৌরভ, আনিকা, ফাতেমা-তুজ-জহুরা, নাদিয়া গফুর, তানজিদ প্রমুখ।


আগামীকাল রোববার স্টেট ইউনির্ভাসিটি বন্ধুসভার সদস্যরা দুর্গতদের মাঝে ৩০০ শাড়ি ও খাবার বিতরণ করবে। এ ছাড়া দুর্গতদের সার্বিক সহায়তায় ধসে যাওয়া ভবনের পাশে আজ থেকে বন্ধুসভার সদস্যরা আরেকটি ক্যাম্প খুলছেন।
আজ যাঁরা তহবিলে আর্থিক সহায়তা করেছেন:

ড. সাদিয়া-১০,০০০/-
দেওয়ান রহুল আহসান-৫,০০০/-
নাম প্রকাশে অনিচ্ছুক-৩৫,০০০/-
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি-৬,১০০/-
আকাঙ্ক্ষা ডেভেলপার্স লিমিটেড-৮,৪০০/-
কে এম ফাউন্ডেশন-১০,০০০/-
রবীন্দ্র দাস-৩০০/-
মো. মইনউদ্দিন ভুঁইয়া-২,০০০/-
রিয়াদ জামান-১,৫০০/-
সেলিনা রহমান-১,০০০/-
পিপলস ইউনিভার্সিটি- ৯,০০০/-
গ্রো অ্যান্ড এক্সেল-৫০,০০০/-

গতকাল শুক্রবার রাতে মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১২ থেকে সংগৃহীত ৫৪ লাখসহ মোট টাকার পরিমাণ দাঁড়াল ৫৫ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।