আমাদের কথা খুঁজে নিন

   

উপনির্বাচনে আওয়ামী প্রার্থী

তবু সে তো স্বপ্ন নয়, সব-চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়

ভোলা-৩ আসনে নির্বাচন নিয়ে নানা কথা শুনছি। নির্বাচন প্রধান শামসুল হুদা গোঁ ধরেছেন, তিনি কোনক্রমেই সেনাবাহিনীর সাহায্য নেবেন না, কারণ সেখানকার সমস্যা নাকি আল্লাহ এলেও সমধান করতে পারবেন না। নেত্রীর অনুগ্রহবঞ্চিত তোফায়েল আবার তাঁর নেক নজরে আসার আশায় আট-ঘাট বেঁধে নেমেছেন, যেভাবেই হোক আওয়ামী প্রার্থীকে জেতাতেই হবে। মনে হচ্ছে এতে শামসুল হুদার আপত্তি নেই। তাতে তাঁর চাকুরীটা আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত পাকা হয়ে যেতে পারে।

পুরোনো বিএনপি-পন্থী সাখাওয়াত হোসেনের কাছেও এখন চাকুরীতে টিকে থাকাই সম্ভবত বেশি অগ্রাধিকার পাচ্ছে। বেচারা মেজর হাফিজ চোখে সর্ষে ফুল দেখছেন, কারণ তিনি সংস্কারবাদী ছিলেন, তাই হারলেও তাঁর নেত্রী বিশেষ কষ্ট পাবেন না, যদিও সরকারের নীল নকশার নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ তিনি নেবেন। আমি এ উপ-নির্বাচনের হালচাল জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আওয়ামী প্রার্থী নূরুন্নবী চৌধুরীর কাগজ পত্র দেখলাম। মেজর হাফিজেরটাও একটু পরে দেখব। কমিশনকে ধন্যবাদ সব প্রার্থীর হলফনামা সর্বসমক্ষে প্রকাশ করার জন্য।

এখানে আছে। ______________________________________ প্রার্থীর নামঃ নূরুন্নবী চৌধুরী ঠিকানাঃ মালিবাগ, ঢাকা (এই বাড়িটা তাঁর স্ত্রী তাঁর শ্বশুরের কাছ থেকে পেয়েছেন, এর অর্থমূল্য কোথাও দেয়া নেই, কিন্তু কমিশন তাতে আপত্তি করেন নি, দেখা যাচ্ছে)। প্রার্থীর নিজস্ব কোন বাড়ির খবর নেই, এমন কি গ্রামের পৈত্রিক বসত বাড়িরও। এমন বাস্তুহীন দরিদ্রকেই জনগণের নির্বাচিত করা উচিত। _____________________________________ পেশাঃ ব্যবসায়।

বিগত বছর আয়ঃ ১০ লক্ষ টাকা। কি ব্যাপার, তাহলে বাস্তুহীন কেন? সম্পদঃ হাতে নগদ আছে ১৬ লাখ, ব্যাংকে ৩৪ লাখ, গাড়ির দাম ১৫ লাখ। বাহ, মন্দ নয়,তাহলে। নগদ এত টাকা কে বাড়িতে রাখে? গয়নাঃ তাঁর আছে ১০ ভরি @৪ হাজার টাকা/ ভরি ,তাঁর স্ত্রীর ৩৫ ভরি @৮০০০/ ভরি । দেখা যাচ্ছে তিনি ও তাঁর স্ত্রী একই দিন বিয়ে করেন নি , যেহেতু মানুষ বিয়ের সময়েই সাধারণত অলংকার পায় ।

কৃষি সম্পত্তিঃ ৪০ শতাংশ , দাম ৫ লাখ, কিন্তু এ থেকে কোন আয়ের বিবরণ নেই। জমি বিক্রি করে যে টাকা পেয়েছেন তা করমুক্ত বলে দাবি করেছেন। কর রেয়াতঃ যদিও বীমায় একবার ৪৭ হাজার আরেক জায়গাতে ৫৪ হাজার দিয়েছেন বলেছেন, এজন্য কোন কর রেয়াত নেন নি !!!!!! ________________________________ খরচের বিবরণঃ তিনি বিদ্যুৎ, পানি বা গ্যাসের জন্য বিগত বছর এক পয়সাও ব্যয় করেন নি!!! তাঁর স্ত্রী এখনো এই মেসোকিস্টকে ছেড়ে যাননি !!! তবে টেলিফোনে নাকি ৬০০০ টাকা গেছে (বছরে)। স্বল্পভাষী লোকই ভালো। ________________________________ শিক্ষাঃ বি,বি,এ, দারুল ইহসান থেকে।

কিন্তু সনদে কোর্স সম্পূর্ণ করার কথা থাকলেও ডিগ্রী দেয়ার কথা নেই। সমাবর্তন হয় নি বলে কি ? __________________________________ ফৌজদারী মামলাঃ প্রথমে 'নেই' বলে টিক দিয়ে, পরে মুছেছেন। দেখা যাচ্ছে ৭টি মামলার মধ্যে মাত্র একটি নিষ্পত্তি হয়েছে। তিনি ওপরেই ঘোষণা দিয়েছেনঃ "জোট আমলে রাজনৈতিক মামলা" । তিনি কি এ ঘোষণা দেয়ার মালিক?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।