আমাদের কথা খুঁজে নিন

   

হে মহাজ্ঞানী, কি কয় তোমার হিয়া? তুমি কেমন মেয়ে করবে বিয়া?



আমি বিয়া করবোনা ভাই কেন বলি শোনেন তাই নানান দেশের মাইয়া দেইখ্যা মাথা আমার ঘুইরা যায়... যে মেয়েটি কালো.. তারে রাইতের বেলা দেখায় ভালো.. যে মেয়েটা ফরসা ...তার নাইকো কোনো ভরসা, যে মেয়েটা খাটো.. তার হাতের আঙ্গুল ছোটো ছোটো যে মেয়েটা লমবা ... তারে দেখায় কারেন্ট-এর খাম্বা... এ রকম নানা খুঁতে বিয়া করতে পুরুষের মন উঠে যেতেই পারে। কিন্তু বিয়ের বাজারে কোন মেয়ের চাহিদা বেশি? অবশ্যই কারেন্টের খাম্বার মতো দেখতে লম্বা মেয়েদের। দেখতে যতোই কারেন্টের খাম্বা দেখাক না কেনো বিয়ের বাজার তাদেরই ভালো। এটি আমার কোনো অনুমান নির্ভর কথা নয়। আমাদের বিখ্যাত মহাজ্ঞানী বন্ধু সম্প্রদায় এ তথ্য সম্প্রতিই খুঁজে বের করেছেন।

তাই বলে খাটো মেয়েদের যে বিয়ে হবেনা বা কেউ বিয়ে করবেন না এমন কথা নয়। সম্প্রতি রয়টার্সে হেলথ এর একটি খবরে দেখা গেছে উন্নয়নশীল দেশে লম্বা নারীদের সন্তান জন্মের সময় সুস্থ সবল ও স্বাস্থ্যবান হয়ে জন্ম নেয় এসনই এক তথ্য। তাই যারা এখনও বিবাহযোগ্য আছেন বিয়ে করার আগে একটু খোঁজখবর কইরেন। গবেষণায় দেখা গেছে, লম্বা মায়েদের তুলনায় খাটো মায়েদের সন্তান জন্মের সময় শতকরা ৪০ ভাগ মারা যাওয়ার সম্ভবনা থাকে। SOURCE: Journal of the American Medical Association, April 21, 2010. ওপরওয়ালা ভরসা ভাই ! অতো চিন্তার কি আছে ! বেটে খাটো বা লম্বা যাই হোক না কেনো একটা বিয়ে করতে পারলেই নাকি অনেকে ধণ্য হয়ে যাচ্ছে আজকাল।

পিছনের রহস্য অবশ্য এক্ষেত্রে আলদা থাকতেই পারে। আপনি যদি নিজেকে মহাজ্ঞানী ও সচেতন ভাবতে পারেন তবে আমি বিশ্বাস করি আমি আপনি কখনও কোনো রকম সিদ্ধান্ত নিতে ভূল করবো না। যারা খাটো মেয়ে বিয়ে করেছেন তাদের কি কোনো কারনে মন খারাপ? আবার লম্বা মেয়ে বিয়ে করে কেউ নিজেকে জিতে গেছি এমন ভাবছেন? আর যারা এখনও বিয়ে করেননি তারা হা হুতাশ করছেন? কোনো চিন্তা কইরেন না বসেরা। কারণ আমরা বাঙালি। বাঙারলয়ানা আমাদের স্বভাব।

আমরা সব কিছুতেই তো ফিট । তাই না ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।