আমাদের কথা খুঁজে নিন

   

আই বি এ'র ছাত্রদের মতামত চাই।

রাজাকার মুক্ত বাংলাদেশ চাই

আই বি এ সম্পকে আমার ধারনা খুব উচু ছিলো। কিন্তু আজকে হোচট খেলাম । ঢাবির আই বি এ'র যদি এই অবস্থা হয়, তাহলে বাকীদের দোষ কি? আই বি এ কি তাহলে শুধু নামের উপর দিয়ে চলে যাচ্ছে? কোন এক ব্লগার ও আই বি এ'র ছাত্র আই বি এ সম্পর্কে এই রকম লিখল। আইবিএর শিক্ষকরা কেউ কেউ নিতান্তই উম্মাদ, কারো কারো গলার স্বর প্রথম বেঞ্চের শিক্ষার্থীটার কানেও পৌছায়না, কারো কারো স্বভাব বিবিএর কম বয়সী সুন্দরী মেয়েদের দ্বারা নিয়ন্ত্রিত, কোন কোন শিক্ষক পরীক্ষায় এটেন্ড না করা ছাত্রীকেও এ গ্রেড দেন (হয় ছাত্রী অতি সুন্দরী বা তার বাবা বিরাট ব্যবসায়ী/আমলা যেখানে উক্ত শিক্ষক খানিকটা কনসালট্যান্সী ভিক্ষা পাবেন), কোন কোন শিক্ষক কি ক্লাস নিতে আসছেন সেটারই পাত্তা নেই (বিভিন্ন সামাজিক বিষয়ে কিছু প্যাচালঁ পাড়লেন এবং ক্লাশ শেষে বুঝতে পারলেন যে এটা একাউন্টিং ক্লাশ)। বিস্তারিত দেখুন তার ব্লগে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।