আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সময় দৈনিকের আজকের একটি হাস্যকর কান্ড!!!

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম

আজকের আমাদের সময়-এর প্রিন্ট সংস্করণটি পড়েছেন কেউ? কারো হাতের কাছে থাকলে মজার একটা কান্ড মিস করছেন নাতো? জাহিদ আল আমীন (সম্ভবত সামু বা আমুর ব্লগার) নামে কেউ একজন সাবধান! এসিড বৃষ্টি! শিরোনামে সম্ভবত তার ব্লগে পোস্ট করা একটি লেখা আমাদের সময়ে পাঠিয়েছিলেন। আমাদের সময় সম্পাদক উক্ত লেখাটি একেবারে হুবহু ছাপিয়ে দিয়েছে। ফলে ঐ লেখাটির শেষে যে ডিসক্লেইমার ছিল সেটাও ছাপা হয়েছে। ডিসক্লেইমারটি এরকম- ''পুনশ্চঃ এসিড বৃষ্টির বিষয়টি সত্যিই নাকি গুজব তা যাচাই করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় নি। যদি এ বিষয়ে কারো কাছে বাস্তবসম্মত কোন তথ্য থাকে, দয়া করে সংযুক্ত করে এ পোস্টটিকে সমৃদ্ধ করার বিনীত আবেদন রইল।

নাসার ওয়েবসাইট, ফেসবুক থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই লেখা। তবে লিংকগুলো কাজ আমার কাছে এখন পর্যন্ত গ্রহণযোগ্য মনে হয়নি, তাই আপাতত লিংক ছাড়াই পোস্ট দিলাম। গুজব কোন পোস্ট দিয়েছি মনে করে কেউ মাইনাস দিলে কিছু করার নেই। তবে এই পোস্টের কারণে যদি কারো কোন উপকার হয়, তবেই এই ক্ষুদ্র উদ্যোগ সার্থক হবে। '' উক্ত দৈনিকটি আজ ১ম পাতার ১ম কলামে এই রিপোর্টের মূল অংশ এবং ৫ম পাতার ১ম কলামে বাকী অংশ ছেপেছে।

আমার কাছে অবাক লাগছে, এভাবে ব্লগের একটি পোস্ট কিভাবে হুবহু এই তথাকথিত জাতীয় দৈনিকটি ছেপে দিল!!! আপডেটঃ অনলাইন সংস্করণেও একই কান্ড দেখতে পাবেন- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।