আমাদের কথা খুঁজে নিন

   

টুয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের তৃতীয় আসরে বাংলাদেশ ডেথ গ্রুপ এ

আমি স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি মনুষত্বে

অপেক্ষা আর মাএ ৯দিন আসছে ৩০ই এপ্রিল ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে বারটি দলের অংশগ্রহনে টুয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। এবারের আসরে বাংলাদেশের গ্রুপে আছে অষ্টেলিয়া এবং পাকিস্থান এর মত শক্তিশালী দল- তার উপর আবার তামিমের ইনজুড়ি আক্রান্ত হয়ে বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়ার শন্কা। এগুলো নিয়ে অনেকটাই সমস্যায় আমাদের বাংলাদেশ ক্রিকেটদল। তারপরও আমরা আশাবাদি বাংলাদেশ ভাল করবে।

এবার দেখে নেওয়া যাক টুয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং গ্রুপ এ ঃ বাংলাদেশ , অষ্টেলিয়া এবং পাকিস্থান গ্রুপ বি ঃ নিউজিল্যাণ্ড, শ্রীলংকা, জিম্বাবুয়ে গ্রুপ সি ঃ দক্ষিণ আফ্রিকা, ভারত, আফগানিস্তান গ্রুপ ডি ঃ ইংল্যাণ্ড, ওয়েস্ট ইণ্ডিজ, আয়ারল্যাণ্ড টুয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, আফতাব আহমেদ , মাহমুদ উলহ্মাহ রিয়াদ, মোহাম্মদ নাঈম ইসলাম, মোহাম্মদ রুবেল হোসেন, মোহাম্মদ শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম অমি, সৈয়দ রাসেল, মোহাম্মদ সোহরাওয়ার্দী শুভ। অস্ট্রেলিয়া : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ক্যামেরুন হোয়াইট, ডেভিড হাসি, মাইকেল হাসি, টিম পেইন, স্টিভেন স্মিথ, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ব্র্যাড হ্যাডিন, ব্রেট লী, ড্রিক নানস, মিশেল জনসন, ন্যাথান হরিতজ, শন টেইট। পাকিস্তান : শাহেদ আফ্রিদি (অধিনায়ক), সালমান বাট, মোহাম্মদ হাফিজ, খালিদ লতিফ, মিসবাহ-উল-হক, ফাওয়াদ আলম, উমর আকমল, আব্দুল রাজ্জাক, ইয়াসির আরাফাত, হাম্মাদ আজম, কামরান আকমল, উমর গুল, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমের, সাইদ আজমল। ভারত : মাহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক ও উইকেটর ক), বীরেন্দ্র সেবাগ, গৌতম গাম্ভীর, যুবরাজ সিং, সুরেশ রাইনা, ইউসুফ পাঠান, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, জহির খান, প্রভীন কুমার, আশিষ নেহরা, হরভজন সিং, পীযুষ চাওলা, ভিনয় কুমার, রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), জ্যাক ক্যালিস (সহ-অধিনায়ক), লাঙ্গিলে বসম্যান, জোহান বোথা, মার্ক বাউচার, এ বি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, হার্শেল গিবস, ররি কেইনভেলডেট, চার্ল ল্যাঙ্গেভেলডেট, আলবি মর্কেল, মর্নে মর্কেল, ডেল স্টেইন, জুয়ান থেরন, রোয়েলফ ভ্যান ডার মারু।

শ্রীলংকা: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মুত্তিয়া মুরলিধরন (সহ-অধিনায়ক), তিলকরতেœ দিলশান, মাহেলা জয়বর্ধনে, দীনেশ চন্দ্রিমল, এ্যাঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গা, চানাকা ওয়েলেগেদারা, চামারা কাপুগেদারা, সনথ জয়সুরিয়া, চিন্তকা জয়সিংহে। নিউজিল্যাণ্ড: ড্যানিয়েল ভেট্টরি (অধিনায়ক), ব্রেণ্ডন ম্যাককালাম, জেস রাইডার, মার্টিন গুপটিল, রস টেইলর, স্কট স্টাইরিস, এ্যারন রেডমণ্ড, জ্যাকব ওরাম, গ্যারেথ হপকিনস (উইকেটর ক), রব নিকোল, ন্যাথান ম্যাককালাম, কেইল মিলস, টিম সাউথি, শেন বণ্ড, ইয়ান বাটলার। জিম্বাবুয়ে: প্রস্পার উতসেয়া (অধিনায়ক), ব্রেণ্ডন টেইলর, চার্লস কভেন্ট্রি, এণ্ডি বিগনট, হ্যামিল্টন মাসাকাদজা, টাটেণ্ডা টাইবু (অধিনায়ক), গ্রেগ ল্যাম্ব, এল্টন চিগুমবুরা, ভুসি সিবান্দা, রে প্রাইস, গ্র্যায়েম ক্রিমার, চামু চিবাবা, ক্রিস এমপফু, টিমিসেন মারুমা, ক্রেইগ এরউইন। ইংল্যাণ্ড : পল কলিংউড (অধিনায়ক), জেমস এণ্ডারসন, রবি বোপারা, টেম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, ক্রেইগ কিসওয়েটার, মাইকেল লাম্ব, ইয়োইন মরগান, কেভিন পিটারসেন, আজমল শাহজাদা, রায়ান সাইডবটম, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, লুক রাইট, মাইকেল ইয়ার্দি। ওয়েস্ট ইণ্ডিজ : লায়নেল বেকার, আদ্রিয়ান বারাথ, কার্লটন বগ (জুঃ), ডেভিড বার্নার (জুঃ), সুলায়মেন বেন, ড্যারেন ব্র্যাভো, ডুয়াইন ব্র্যাভো, শিবনারায়ন চন্দরপল, রয়স্টন ক্র্যাণ্ডন, ট্রেভিস ডাওলিন, নারসিং ডিওনারিস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, ওয়াভেল হাইণ্ডস, নিকিতা মিলার, রুনাকো মরটন, কিয়েরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপাল, কেমার রচ, ড্যারেন সামি, রামনরেশ সারওয়ান, লেণ্ডল সিমন্স, ডেভন স্মিথ, ডুয়াইন স্মিথ, জেরম টেইলর, ডেভন থমাস, গেভিন টঙ্গে, চাদোয়িক ওয়াল্টন।

আয়ারল্যাণ্ড : উইলিয়াম পোর্টারফিল্ড, আন্দ্রে বোথা, পিটার কনেল, এ্যালেক্স কুসাক, জর্জ ডকরেল, ট্রেন্ট জনসন, নিগেল জোনস, গ্যারি কিড, জন মুনে, নিল ও’ব্রায়ান, বয়েড রানকিন, পল স্টিরলিং, এণ্ড্রু হোয়াইট, গ্যারি উইলসন। সকল কে অগ্রিম আমন্ত্রন জানাচ্ছি টুয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরের বারটি দলের জমজমাট লড়াই দেখার জন্য। ধন্যবাদ সকলকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।