আমাদের কথা খুঁজে নিন

   

অতল জলের গান: ঝরাপাতার গান আর একটা প্রশ্ন

ঝরাপাতার গান (Jhora Patar Gaan) from অতল জলের গান (Otol jOler gaan) by Joler Gaan lyrics ও ঝরা পাতা ও ঝরা পাতাগো তোমার সাথে আমার রাত পোহানো কথাগো তোমার সাথে আমার দিন কাটানো কথা হলুদ পাতার বুকে দিলো সবুজ পাতা চুম্। আর… শুকনো পাতা নূপুর পায়ে রুমঝুম… রুমঝুম… রুমঝুম। একটা পাতার ইচ্ছে হলো আকাশটাকে ছোঁবে পাখির সাথে মেললো ডানা সূর্য উঠলো পূবে। আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয় পাখিটারে পাতার আজকে লাগলো ভীষণ ভালো। ও ঝরা পাতা… পাতায় পাতায় কাব্য গাঁথা পাতায় লেখা গান। শিরায় শিরায় স্বপ্ন আমার ভীষণ অভিমান। কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো আমার বসত অন্ধকারে তোরা থাকিস ভালো। যারা গানটি এখনও শোনেননি তার অবশ্যই শুনবেন। আর যারা শুনেছেন তাদের কেমন লেগেছে জানাবেন। প্রশ্ন: এখানে ঝরা পাতা'কে কি কোনও রুপক ভাবা হয়েছে? কি বা কাকে ঝরা পাতা বলা হয়েছে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।