আমাদের কথা খুঁজে নিন

   

অপরবাস্তব-৪ নিয়ে আরো কিছু কথা...

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে...

বেশ কিছু দিন হয়ে গেল 'অপরবাস্তব'-৪ প্রসঙ্গে আমার পাঠ প্রতিক্রিয়া জানিয়েছি ব্লগে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে-- যাঁদের লেখা নিয়ে আমার এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছি, তাঁরাই তো আমার ব্লগ দেখল না। কিন্তু কেন? আশা করেছিলাম-- অন্তত যাঁদের লেখা নিয়ে আমি প্রতিক্রিয়া ব্যক্ত করেছি, তাঁরা আমার ব্লগ ভিজিট করবেন এবং লেখক হিসেবে তাঁদের মন্তব্য প্রদান করবেন। কিন্তু যেন তা হলো না। নাকি আমার প্রত্যাশাটাই বেশি ছিল... হয়তো বা। অথবা যাঁরা 'অপরবাস্তব'-৪ এ সংকলিত হয়েছেন--- তাঁরা প্রয়োজনই মনে করেন নি--- তাঁদের লেখা নিয়ে কোন আলোচনা কিংবা সমালোচনা হোক। হয়তো আমি স্বউদ্যোগে কাজটি করে অন্যায় করে ফেলেছি, তাদের মনের অজান্তেই। যাই হোক প্রত্যাশা অনুযায়ী সাড়া না পেয়ে ভীষণ কষ্ট পেয়েছি। হয়তো এর পরে এ জাতীয় গ্রন্থ পাঠ থেকে নিজেকে সরিয়ে রাখব। অন্যের কষ্টের কারণ হওয়াটা ঠিক নয় বোধ হয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।