আমাদের কথা খুঁজে নিন

   

আমি যদি নাস্তিক না হই তহলে আললাহর উপর এতটুকু অভিমান তো আমি করতেই পারি।

বি:দ্র: এই ব্লগারের কোথাও কোন মালটি নিক নেই এবং এই ব্লগার কাহারো মাল্টি নিক নয়।

হ্যা আললাহ বঞ্চিত করেছেন। আমি কেন আললাহর প্রিয় হলাম না? কেন সে আমাকে তার বন্ধু বানাল না? কারন আমি নুরের তৈরি না তাই? তাহলে কেনা সে আমাকে নুর দিয়ে বানাল না? কারন আমি দুনিয়ার স্রেষ্ঠ মানুষ না? তাহলে কেন সে আমাকে স্রেষ্ঠ মানুষ বানাল না? কেন সে একজনকে সব রকম সাহয্য করবে? যখন দরকার হবে বানি পাঠাবে। আমি কি দোষ করছিলাম? কেন আমি ডাকলে সে শোনেও না। সে এক জনকে হাতের ইসারায় চাদ দুইভাগ করার ক্ষমতা দেয়।

আমি কেন আমাকে কেন দেয় না একটা পিজা কাটার ক্ষমতা? একজন জন্মের সাথে সাথে সব গাছপালা পশুপাখি আনন্দ করে। আমি জন্মালে আমার নিকট আত্মিয় ছাড়া আর কেউ জানেই না। দুনিয়া নাকি সে তৈরিই করছে সুধু একজনের জন্য। তাহলে আমরা কি? আমরা তো সবাই তার সৃষ্ট। নিজের সৃষ্টর মধ্য থেকে সে তার বন্ধু নির্বাচন করেন।

কিসের ভিত্তিতে করেন? কি দেখে তাকে পছন্দ করলেন? আমাদেরকে কেন দিলেন না সেইসব গুন? কেন সে তার সৃষ্টির মধ্য এমন ভাগ সৃষ্টি করলেন? কেউ সাধারন কেউ অসাধারন? সে তো সর্ব শক্তিমান হও বললেই হয়ে যায়। আমাকে কেন সে সাধারন বান্দা বানায় রাখছে? সে তো সৃষ্টকর্তা সে কেন এমন পক্ষপাতদুষ্ট হবেন? তার কেন এমন একচক্ষু আচরন? এখন যদি কেউ আমাকে নাস্তিক বলে। গালাগালি করে তার জন্যও দায়ি আললাই। কারন সে আমার মধ্য বিস্বাস সৃষ্টি করন নাই যেটা সে ইচ্ছা করলেই নাকি পারেন। শেষ করি একটা পুরানো যুক্তি দিয়ে একজন সর্বশক্তিমান যার সব কিছু করার ক্ষমতা আছে তাকে যদি আমি বলি আমাকে কিছুইনা যাস্ট একটা বাক্স বানায় দাও যেটা এতটাই মজবুত যে তুমিও যেন না ভাংতে পার।

সে কি পারবে? একটা উত্তর হতেপারে না। উত্তর যদি হয় পারবে তাহলে তার বানানো বক্সটা তার দ্বারা ভাঙা সম্ভব না। তারমানে অন্তত একটা কাজ অবস্যই থাকবে যেটা সর্বশক্তমান ও পারেনা। তারমানে আসলে সর্বশক্তিমান কনসেপ্টটাই ভুল। এগুলা আমার প্রশ্ন না।

কারো কাছে জবাব চাচ্ছি না। শুধু জানতে চাই আললাহ যদি সত্যিই থাকেন তাহলে তার উপর এই অভিমান কি আমি করতেই পারি না??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।