আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি কৌতুক বাস্তবের রূপ



(দুইটা ঘটনাই সত্যি) পঞ্চম শ্রেণীর দুই বান্ধবী একজন অপরজনের সাথে অভিমান করে হাত থেকে চকলেট চুঁড়ে চলে গেল। প্লে'তে পড়ুয়া এক ছাত্র তা তুলে নিল। সাথে সাথে দৌড়ে দোকানে গিয়ে বলল, আমি এগুলো খাবনা, আমাকে এগুলো রেখে অন্য চকলেট দেন। দোকানদার তাই করল। খুশি মনে সে ফিরে এল।

স্কুলের ঝি জিজ্ঞেস করল চকলেট নিয়ে কোথায় গেলে? হাঁসি মুখে উত্তর দিল দোকান থেকে ফেরত দিয়ে অন্য চকলেট আনলাম। ঝি বলল কেন? একই তো এগুলো খেলে না কেন? ছাত্র উত্তর দিল, পাওয়া কিছু নিতে নেই, তাই আমি সেগুলো বদল করলাম। মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রী বয়স ৫। দুষ্টমির কারনে শিক্ষক শাসন স্বরূপ একটি থাপ্পড় দিল। সে মনে মনে রাগ করল এবং তা ফেরত দিতে ভাবতে লাগল।

পরদিন ক্লাসে শিক্ষক এল, কিছুক্ষণ পর সে বলে উঠল স্যার আপনার কানের নিচে বড় একটা মশা। শিক্ষক তাড়ানোর জন্য সাথে সাথে কানের নিচে থাপ্পড় দিল। সঙ্গে সঙ্গে সে হাসতে লাগল। শিক্ষক বলল হাসছ কেন? সে বলল গতকাল আপনি যেখানে আমাকে থাপ্পড় দিলেন, আজ আমি সেখানে আপনাকে দিয়েই থাপ্পড় মারালাম।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।