আমাদের কথা খুঁজে নিন

   

ছয় টাকা মিনিটে বিদেশে কথা বলা যাবে.



বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোনের গ্রাহকেরা এখন থেকে বিশ্বের ৫৫টি দেশে প্রতি মিনিট ছয় টাকায় কথা বলতে পারবেন। আগামী ১৫ দিনের মধ্যে বিটিসিএলের গ্রাহকেরা এ সুবিধা পাবেন। গতকাল সোমবার বিটিসিএলের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে সরকারি সংযোগের ক্ষেত্রে লিখিত আবেদন করলে এ সুবিধা দেওয়া হবে। এর ফলে গ্রাহকেরা বিটিসিএলের টেলিফোন ব্যবহার করে ২৩টি দেশের ফিক্সড ও মোবাইল ফোনে প্রতি মিনিট ছয় টাকা এবং আরও ৩২টি দেশের ফিক্সড ফোনে ছয় টাকা ও মোবাইল ফোনে ১৬ টাকা ৫০ পয়সায় কথা বলতে পারবেন। এ জন্য বিটিসিএল ইকোনমিক ইন্টারন্যাশনাল সাবক্রাইবারস ডায়ালিং (ইআইএসডি) উন্মুক্ত করতে যাচ্ছে। আজ মঙ্গলবার এ সুবিধা উন্মুক্ত করার পর গ্রাহকদের ইআইএসডি-সুবিধার জন্য আবেদন করতে হবে না। টেলিফোনে ০১২ কোড ব্যবহার করলেই এই ৫৫টি দেশে ইআইএসডি কল করা যাবে। তবে কোনো গ্রাহক এ সুবিধা নিতে না চাইলে সংশ্লিষ্ট বিভাগীয় প্রকৌশলীর কাছে আবেদন করতে পারবেন.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।