আমাদের কথা খুঁজে নিন

   

এক্সপি ভিস্তা ৭ মিন্ট উবুন্ডু একসাথে চালান আপনার পিসিতে

প্রযুক্তির সাথে সব সময়

আমরা অনেক সময় নেট হতে নতুন কোন অপারেটিং সিষ্টেম যেমন windows এর অথবা লিনাক্স এর ISO File Download করি, তা চেক করার জন্য সিডি তে রাইট করতে হয় এবং অনেক ক্ষেত্রে install করতে গিয়ে আপনার এতোদিনের সাজানো কম্পিউটারের বারোটা বেজে যায়। তাই আপানার কম্পিউটারে কোন নতুন কিছু সেটাপ দেয়ার পূর্বে পোর্টেবল ভার্চুয়াল মেশিন দিয়ে চেক করে নিতে পারেন ভালো লাগলে ব্যাবহার করবেন না লাগলে করবেন না। আর একটা কথা আপনাদের পিসির কনফিগার যোদি ভাল থাকে তা হলে একই সাথে দুই বা তার বেশি অপারেটিং সিষ্টেম ব্যাবহার করতে পারবেন। আর যারা মাল্টিবুট সিডি Customizing CD ইত্যদি তৈরি করেন তাদের জন্য তো এটা ফরজ। আর বেশি কিছু বলবনা বাকী টা ব্যাবহার করলেই বুঝতে পারবেন ডাউনলোড করুন এইখান থেকে এটা পোর্টেবল তাই আপনার বারতি কোন ঝামেলা পোহাতে হবে না সুধু ডাউনলোড করুন মাত্র১.৬ MB সফটয়্যার টি। তারপর নিচের ছবির মত প্রথমে Right Click menu তে click করুন তার পর Run The Live CD অথবা Run The Live USB Click করে নিচের মত করে আপনার iso File টি নির্বাচন করুন oprn করলেই আপনার iso টি চালু হবে কোন সমস্যা হবার কথা না কোন সমস্যা হলে যানাবেন। টিউন টি আমার ব্লগে প্রকাশিত হয়েছে। আমার ব্লগট ি নতুন করেছি সময় পেলে একটু ঘুরে আসবেন আর মন্তব্য করবেন কিভাবে সাজালে ভালো হবে। http:johnscl.blogspot.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.