আমাদের কথা খুঁজে নিন

   

শারদ ভ্রমণের সেই অনাবিল ঘরে ফেরার পৃথিবী থেকে আমরা বহুদিন নির্বাসিত হয়েছি



তারাপদ রায় আমার প্রিয় লেখক। তাঁর লেখা কিছু অংশ এখানে তুলে দিলাম জনৈক সরল মতি ভদ্রলোকের কথা মনে পড়ছে। এক সামাজিক অনুষ্ঠানে তিনি একটি সুভেনির কিনেছিলেন। ...সুভেনির একটি করে ক্রমিক নম্বর.. প্রথম পুরুস্কার... রাউন্ড দি ওয়ার্ল্ড বিমান যাত্রার টিকিট... ‘টিকটি পেয়ে ভালোই লাগছে, তবে অন্য কোথাও যেতে পারলে আরো ভালো হত। ’ তা হয়তো হয়।

কিন্তু যেখানে নদীর তীরে সাদা বালুচরের মধ্যে কাশবন ধূ ধূ করছে, আকাশে উড়ে বেড়াচ্ছে গাংচিল তারই একপাশে প্রাচীন বাদাম গাছের নিচে নদী ভাঙা ঘাট থেকে উঠে গেছে কাঁচা রাস্তা। দু’পাশের সবুজ মাঠের মধ্য দিয়ে চলে গেছে সেই রাস্তা গ্রামে, গ্রামান্তরে। কোন এয়ার টিকটি সেই হারিয়ে যাওয়া পৃথিবীতে আমাদের আর কখনো পৌঁছে দিতে পারবে না। দূরে ঢাকের শব্দ। কাশবনে জোনাকি জ্বলছে আর নিবছে।

আকাশে চাঁদ আর মেঘের ছায়া ছায়া খেলা। গহনার নৌকা এসে লাগলো ঘাটে। লণ্ঠন হাতে বাড়ির লোকেরা পারে দাড়িয়ে আছে; চিৎকার করে ডাকছে, ‘রমেশ, রমেশ এলে নাকি নৌকায়?’ শারদ ভ্রমণের সেই অনাবিল ঘরে ফেরার পৃথিবী থেকে আমরা বহুদিন নির্বাসিত হয়েছি। -----ভ্রমণকাহিনী/তারাপদ রায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.