আমাদের কথা খুঁজে নিন

   

যত দ্রত সম্ভব বোরো ধানের ন্যায্য মুল্য নিধারন করা হোক।

আমার যত কথামালা....

বাংলাদেশের বেশ কিছু জায়গায় যেমন সিলেটের নিচু আঞ্চলে, শাহজাদপুরে (সিরাজগঞ্জ), চলনবিলে ধান কাটা শুরু হয়ে গেছে। । এবং হাট বাজারে কিছু ধান আসতে শুরু করেছে যার মুল্য ৩৮০ থেকে ৪২০ টাকা মন। আর কিছু দিন পর দেশজুড়ে ধান কাটার ধুম পড়ে যাবে অথচ এখন পর্যন্ত সরকার ধান ক্রয় করার নিধারিত মুল্য ঘোষনা করিনি। এই সুযোগে গ্রামো কিছু ফড়িয়া অল্প দামে ধান কেনাবেচা করতেছে। এতে গরিব কৃষক আথির্কভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সরকার মুল্য নিধারন না করাই মিল মালিকরাও ধান ক্রয় করিতেছেনা। এবারে টানা খরার কারনে সেচ খরচ বেশি হয়েছে এই কথা মাথায় রেখে সরকারকে মুল্য নিধারন করতে হবে। আমি আশা করি যত দ্রত সম্ভব সরকার বোরো ধানের ন্যায্য মুল্য নিধারন করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।